ETV Bharat / state

Protest in Malda Madrasah: শিক্ষকদের বেতন বন্ধের প্রভাব মাদ্রাসার পঠনপাঠনে, বিক্ষোভ অভিভাবকদের

author img

By

Published : Aug 11, 2023, 7:36 PM IST

ETV Bharat
বিক্ষোভ অভিভাবকদের

শিক্ষকের অভাব, বেতন না পেয়ে মাদ্রাসা বিমুখ খোদ শিক্ষকরাই ৷ আর সেই কারণ,মালদা শহরের সরকারি মডেল মাদ্রাসায় ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷

মাদ্রাসার পঠনপাঠন ব্যাহত, বিক্ষোভ অভিভাবকদের

মালদা, 11 অগস্ট: বেতন না পেয়ে মাদ্রাসা বিমুখ হচ্ছেন শিক্ষকরা ৷ যার সরাসরি প্রভাব মাদ্রাসার পঠনপাঠনে । অভিযোগ, শিক্ষকদের গাফিলতিতে পড়ুয়াদের পঠনপাঠন ব্যহত হচ্ছে । যার জেরে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ মালদায় । শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত ও পঠনপাঠন ঠিকমতো হওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত ঘেরাও অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ইংরেজি মাধ্যমের একটি সরকারি মডেল মাদ্রাসায় ।

মাদ্রাসা সূত্রে জানা গিয়েছে, 2018 সালে স্থাপিত হয় এই মডেল মাদ্রাসা । 2019 সালে মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব নেন আফরোজ্জামান হক । সেই সময় পড়ুয়ার সংখ্যা ছিল 120 জন । বর্তমানে এই স্কুলের পড়ুয়ার সংখ্যা সাড়ে আটশোর বেশি । তবে সরকারিভাবে মাত্র তিনজন শিক্ষক থাকায় 2021 সালে প্রধান শিক্ষক জেলাশাসক ও মাদ্রাসা বোর্ডের দ্বারস্থ হন । সেই সময় এনজিওর মাধ্যমে চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয় । অভিযোগ, গত 9 মাস ধরে এই চুক্তিভিত্তিক শিক্ষকরা বেতন পাচ্ছেন না । এনিয়ে একাধিকবার অবস্থান বিক্ষোভ, কর্মবিরতি পালন করতে দেখা গিয়েছে ওই শিক্ষকদের । এমনকি গত 5 এপ্রিল এখানে পড়ুয়াদের দিয়েই ক্লাস চালানোর ছবি ধরা পড়েছিল ইটিভি ভারতের ক্যামেরায় । পরবর্তীতে বৈঠক করে শিক্ষকরা কর্মবিরতি তুলে নেন । কিন্তু এখনও বেতন না পাওয়ায় ক্লাস নেওয়ার ইচ্ছে হারিয়েছেন ওই শিক্ষকরা । ফলে স্কুলের বাচ্চাদের পঠনপাঠন ব্যহত হচ্ছে ।

বিষয়টি নিয়ে এদিন অভিভাবকরা প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান । খবর পেয়ে স্কুলে যায় ইংরেজবাজার থানার পুলিশ । এক অভিভাবক মহম্মদ জাহিদুল হোসেন বলেন, “এই মাদ্রাসার 12 জুন চুক্তিভিত্তিক শিক্ষকরা বেতন পাচ্ছেন না । সেই কারণে তাঁরা ক্লাস নিচ্ছেন না । ক্লাস না হওয়ায় বাচ্চারা কোনও শিক্ষা পাচ্ছে না । এই মাদ্রাসা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে । আমরা বহুবার বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছি । স্কুলে কোনও নিরাপত্তারক্ষী নেই । স্কুলে কোনও দিন একটি ক্লাস হয় আবার কখনও শুধুমাত্র অ্যাটেনডেন্স নেওয়া হয় । আমরা বাচ্চাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে স্টাফ নিয়োগের দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করেছি ।”

আরও পড়ুন: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আটক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী

শিক্ষকদের বেতন না হওয়ায় পড়ুয়াদের পঠনপাঠনে প্রভাব পড়ছে তা সরাসরি মেনে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক আফরোজ্জামান হক । তিনি বলেন, “বর্তমানে স্কুলে 887 জন পড়ুয়া রয়েছে । শিক্ষক রয়েছেন 18 জন । তারমধ্যে তিনজন সরকারি বাকিরা এনজিও মারফৎ চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ হয়েছিলেন । এই চুক্তিভিত্তিক শিক্ষকরা 10 মাস ধরে বেতন পাচ্ছেন না, এনিয়ে ঝামেলা চলছে । সেই কারণে পড়ুয়াদের পঠনপাঠনে প্রভাব পড়ছে । এনিয়ে আমি জেলা প্রশাসকে জানিয়েছিলাম । গত শুক্রবার বৈঠকের কথা ছিল । কিন্তু আমি ছেলেকে ভর্তি করতে জেলার বাইরে যাওয়ায় সেদিন বৈঠক করা যায়নি ।" প্রধান শিক্ষকের দাবি, আগামী এক-দুদিনের মধ্যে বৈঠক করার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.