ETV Bharat / state

Tourist Spot at Malda বর্ষায় মন জুড়োচ্ছে মালদার মিনি দিঘা, ভিড় জমাচ্ছেন অনেকেই

author img

By

Published : Aug 17, 2022, 9:18 PM IST

malda bhatra beel
মালদার ভাটরা বিল

বর্ষার বিকেলে মন ভালো করতে এবার ঘুরে আসতে পারেন মালদায় অবস্থিত দিঘার মিনি সংস্করণ ভাটরা বিলে(Malda Tourist Spot)৷ তবে যাওয়ার আগে একবার দেখে নিন জায়গাটা কেমন ৷

মালদা, 17 অগস্ট: দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু ৷ টাকা খরচ করে দূরে বেড়াতে যেতে আমরা বরাবরই পছন্দ করি ৷ কিন্তু কখনোই বাড়ির কাছের সৌন্দর্য আমাদের চোখে পড়ে না ৷ সাপ্তাহিক ছুটি মানেই সকলের প্রথম পছন্দ দিঘা ৷ তবে এবার সেটা বদলে দিতে পারে মালদার মিনি দিঘা (Malda Tourist Spot)৷ বর্ষায় যার সৌন্দর্য কাছে টানছে পর্যটকদের ৷

তাই জেলায় বসেই সমুদ্রের মিনি সংস্করণ দেখতে পুরাতন মালদার ভাটরা বিলে ছুটছেন সাত থেকে সত্তর(new tourist destination in Malda)। বর্ষায় মালদাবাসীর নতুন ডেস্টিনেশন এই ভাটরা বিল(Bhatra Beel) ।

পুরাতন মালদার সাহাপুর ও যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে বিশাল এক জলাশয় । যা স্থানীয়দের কাছে দক্ষিণ ভাটরা বিল নামে পরিচিত । বছরের অন্যান্য সময় এই বিল প্রায় শুকনোই থাকে । কিন্তু বর্ষা শুরু হতেই তার রূপ পালটে যায় । বিলের এপার থেকে ওপার প্রায় দেখা যায় না বললেই চলে । অন্য সময় যেখানে ধানচাষ হত, সেখানে বর্ষায় চলে নৌকা । এই বিলের সঙ্গে সংযোগ রয়েছে মহানন্দা, টাঙন ও বেহুলা নদীর । বর্ষায় নদীতে জল বাড়লেই অতিরিক্ত জল বিলে ঢুকতে শুরু করে । তাতেই ভাটরা বিল হয়ে ওঠে মোহময়ী । বিলের জলে প্রবল স্রোত । পাড়ে ভাঙে ছোট ছোট ঢেউ ।

আরও পড়ুন : মালদায় পর্যটনের প্রসারে উদ্যোগী সরকার, তৈরি হবে হোম-স্টে

বছর তিনেক ধরেই বর্ষায় ভাটরামুখি মালদার মানুষ । শুধু শহর নয়, মালদা জেলা, দুই দিনাজপুরের মানুষের ডেস্টিনেশনও এখন এই বিল । মানুষের ঢল দেখে সম্প্রতি এই বিল ঘিরে সৌন্দর্যায়নের ব্যবস্থা নেয় সাহাপুর গ্রাম পঞ্চায়েত ও পুরাতন মালদা ব্লক প্রশাসন । তবে আলোচনাতেই আটকে রয়েছে সেসব । কাজ এখনও শুরু হয়নি । তবে একটা বিষয়ে সবাই নিশ্চিত, এই বিল ঘিরে পঞ্চায়েতের উপার্জনের বড় সম্ভাবনা রয়েছে । যদিও পরিকাঠামো আর নিরাপত্তা নিয়ে প্রশ্নও রয়েছে । বিলে যাওয়ার রাস্তা তেমন ভালো নয় । নিরাপত্তা ব্যবস্থাও যথাযথ নয় । নিরাপত্তার অভাবেই দু’বছর আগে বিলের জলে নেমে প্রাণ গিয়েছে দু’জনের । সন্ধের পর সেখানে মহিলাদের উপস্থিত থাকাটাও যথেষ্ট নিরাপদ নয় বলে জানাচ্ছেন সবাই ।
আরও পড়ুন : পর্যটক টানতে নতুন রূপে সাজছে ভোরের আলো

বিলের সৌন্দর্য উপভোগ করতে এসে দিবাকর দেবগুপ্ত নামে এক পর্যটক জানান, প্রতি বছর প্রচুর মানুষ এখানে বেড়াতে আসেন । অনেকে এই বিলকে মিনি দিঘাও বলেন । এবার বিলের জল ততটা বাড়েনি বৃষ্টি সেভাবে হয়নি বলে । হয়তো মহানন্দার জল এখনও সেভাবে বিলে ঢোকেনি ।

আরেক পর্যটক সোমশুভ্র মাহাতো বলেন, "দিঘার মতো পরিবেশ এই বিলে পাওয়া যায় । তাই অনেক মানুষ এখানে সময় কাটাতে আসেন । তবে এখানে আসার রাস্তা খুব একটা ভালো নয় । নিরাপত্তারও খামতি রয়েছে । সম্প্রতি এই বিল ঘিরে পর্যটনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে । বিষয়টি প্রশাসনের দেখা উচিত ।"

এই বিষয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, বর্ষা শেষ হলেই বিলে যাওয়ার রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে । তার যাবতীয় প্রশাসনিক কাজ শেষ হয়ে গিয়েছে । নিরাপত্তা-সহ বাকি বিষয়গুলিও খতিয়ে দেখা হবে ।

আরও পড়ুন : মালদাবাসীর নয়া সপ্তাহান্তের ছুটির ঠিকানা মিনি দিঘা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.