ETV Bharat / state

সোশাল মিডিয়ায় 2 কিশোরীর নগ্ন ভিডিয়ো-ছবি পোস্ট, গ্রেপ্তার 2

author img

By

Published : Jun 17, 2020, 5:16 AM IST

শনিবার সাইবার ক্রাইম থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করেন 15 বছরের ওই কিশোরীর অভিভাবক ৷ অভিযোগ, ওই যুবক গোপনে কিশোরীর নগ্ন ভিডিয়ো তুলে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়৷

malda
malda

মালদা, 16 জুন : গোপনে কিশোরীর আপত্তিকর ভিডিয়ো তুলে সোশাল মিডিয়ায় পোস্টের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ৷ একইসঙ্গে আজ আরও এক যুবককে কিশোরীর নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশি তদন্ত শুরু করা হয়েছে ৷

প্রথম ঘটনাটি ঘটেছে মালদা শহরের সানি পার্ক এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বয়স 19 বছর ৷ স্থানীয় একটি বেসরকারি ইঞ্জিনিয়রিং কলেজে পড়ে ৷ শনিবার তার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন 15 বছরের এক কিশোরীর অভিভাবক ৷ অভিযোগ, ওই যুবক গোপনে কিশোরীর নগ্ন ভিডিয়ো তুলে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়৷ পাশাপাশি ওই কিশোরীর অভিভাবকরা জানান, অভিযুক্ত যুবক তাঁদের পরিচিত ৷ অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ ৷ আজ ভোরে ওই ছাত্রকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ৷ তার হেপাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এই কাজে ব্যবহৃত মোবাইল ফোনটিও ৷ পুলিশি জেরায় সে নিজের দোষ স্বীকার করে নেয় ৷ তাকে জুভেনাইল আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে৷

দ্বিতীয় ঘটনাটিও মালদা শহরের ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে সিঙ্গাতলার এক যুবক এলাকারই এক কিশোরীর নগ্ন ছবিকে হাতিয়ার করে ওই কিশোরী ও তার পরিবারকে ব্ল্যাকমেইল করতে শুরু করে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ওই কিশোরীর অভিভাবকরা সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ৷ তাঁরা জানান, কিশোরী নিজের নগ্ন ছবি নিজেরই মোবাইল ফোনে তুলে ভুলবশত ওই যুবকের মোবাইলে পাঠিয়ে দেয় ৷ পরবর্তীতে সে নিজের ভুল বুঝতে পেরে ওই যুবককে সেই ছবি মুছে ফেলার অনুরোধ জানায় ৷ কিন্তু ওই যুবক সেই ছবিকে হাতিয়ার করে ওই কিশোরী ও তার পরিবারকে ব্ল্যাকমেইল করতে শুরু করে ৷ একাধিকবার টাকা আদায় করে ৷ শুধু তাই নয়, সেই ছবি সে বেশ কয়েকজনকে ফোন মারফত পাঠিয়ে দেয় ৷ এই ঘটনার অভিযোগ পেয়ে আজ সকালে ওই যুবককেও তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোনটি ৷ সেই ফোনে এখনও ওই কিশোরীর নগ্ন ছবি ও ভিডিয়ো রয়েছে৷ এই যুবককেও আগামীকাল জুভেনাইল বোর্ডের সামনে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.