ETV Bharat / state

মালদায় শুরু হতে চলেছে ম্যাংগো টুরিজ়ম

author img

By

Published : Jan 7, 2021, 9:56 AM IST

প্রায় পাঁচ বছর আগে মালদা শহরের এক প্রান্তে 70 একর জমিতে গড়ে ওঠে সিআইএসএইচ-এর কৃষি বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র । মূলত আমের উপরই প্রথম কাজ শুরু করে সংস্থাটি । পরে লিচু, বেদানা সহ নানা ফল, ডালশস্য, এমনকী ধান নিয়েও গবেষণা করছে এই সংস্থা ।

Malda
মালদা

মালদা, 7 জানুয়ারি : ম্যাংগো টুরিজ়ম । এই শব্দটিকে কেন্দ্র করে ফের আশার আলো দেখছে মালদা । কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ সহায়তায় জেলায় ম্যাংগো টুরিজ়ম চালু করার উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারের নিয়ন্ত্রণাধীন সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচারের মালদা শাখা । আগামী বছর থেকেই এই টুরিজ়ম চালু করার পরিকল্পনা রয়েছে এই কেন্দ্রীয় সংস্থার । আজ একথা জানিয়েছেন সংস্থার মালদা শাখার দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানী দীপক নায়েক ।

প্রায় পাঁচ বছর আগে মালদা শহরের এক প্রান্তে 70 একর জমিতে গড়ে ওঠে সিআইএসএইচ-এর কৃষি বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র । মূলত আমের উপরেই প্রথমে কাজ শুরু করে সংস্থাটি । পরে লিচু, বেদানা সহ নানা ফল, ডালশস্য, এমনকী ধান নিয়েও গবেষণা করছে এই সংস্থা । ইতিমধ্যে জেলার বরিন্দ এলাকা হিসেবে পরিচিত হবিবপুর ব্লকের প্রায় 150টি গ্রাম কৃষিক্ষেত্রে দত্তক নিয়েছে তারা । সম্প্রতি তারা মালদা জেলার আম বিদেশে রপ্তানি শুরু করার উদ্যোগ নেয় । একইসঙ্গে এই জেলায় ম্যাংগো টুরিজ়ম শুরু করার উদ্যোগও নেয় তারা । তার পরিকাঠামো নির্মাণ সহ সমস্ত বিষয় খতিয়ে দেখতে দু'দিন আগে দিল্লি থেকে এসেছেন দপ্তরের দুই শীর্ষকর্তা, মুখ্য ইঞ্জিনিয়ার অভিজিৎ কর ও অন্যতম প্রধান বিজ্ঞানী রামকৃষ্ণ পাল । এদিন তাঁরা জানান, মালদায় উৎপাদিত লক্ষণভোগ ও ল্যাংড়া প্রজাতির আমকেই তাঁরা বিদেশে রপ্তানিতে অগ্রাধিকার দিচ্ছেন ।

ভিডিয়োতে শুনুন কেন্দ্রীয় সংস্থার সদস্যের বক্তব্য

আরও পড়ুন : পার্থ, সুব্রত, ফিরহাদদের মধ্যে জেলার দায়িত্ব বণ্টন মমতার

এবিষয়ে দীপক নায়েক বলেন, "আমরা প্রায় পাঁচ বছর ধরে এখানে কাজ করছি । এই অল্প সময়ের মধ্যে আমরা মালদা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে কী কী কাজ করলে ভালো হবে তার একটা রূপরেখা তৈরি করেছি । চাষের সমস্যাও আমরা কিছুটা জানতে পেরেছি । এই সমস্যাগুলি সমাধানের জন্য চাষিদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তার প্রয়োজন । তার জন্য আমরা ইতিমধ্যেই কাজ করেছি । আমরা চাই চাষিরা এখানে আসুন । আমাদের এখান থেকে তাঁরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের জমিতে প্রয়োগ করার চেষ্টা করুন । আমচাষের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের সহায়তা আমরা চাষিদের দিতে পারব । মালদায় একটিও সরকার স্বীকৃত নার্সারি নেই । আমরা এখানে সেই নার্সারি খুলছি । পরের বছর থেকেই আমরা চাষিদের সম্পূর্ণ সহায়তা দিতে পারব । এখান থেকে ন্যূনতম দামে বিভিন্ন প্রজাতির আমগাছের চারা পাওয়া যাবে । মালদায় প্রায় 400 প্রজাতির আম রয়েছে । এর মধ্যে অনেক প্রজাতির আম বিলুপ্তপ্রায় । আমরা সেসব সংরক্ষণ করার চেষ্টা করছি । কেন্দ্র ও রাজ্য সরকারের সহায়তায় এখানে ম্যাংগো ট্যুরিজম চালু করার চেষ্টা করছি । আমের সময় মানুষ এখানে আসবেন । তাঁরা আমবাগানে তৈরি কুঁড়ে ঘরে থাকবেন । সেখানেই বিভিন্ন ধরনের আমের স্বাদ নেবেন । একইসঙ্গে আম থেকে তৈরি জিনিসগুলির স্বাদও তাঁরা নিতে পারবেন । তাঁরা ম্যাংগো মিউজ়িয়াম দেখেও আনন্দ পাবেন । সবকিছু ঠিক থাকলে আমরা আগামী বছরই এই টুরিজ়ম চালু করবো । আমরা মালদার ল্যাংড়া ও লক্ষণভোগ প্রজাতির পাশাপাশি অরনিকা, অম্বিকা পরাজিত আমও বিদেশে রপ্তানি করতে চাইছি । সেই আম এই জেলাতেই আমরা উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.