ETV Bharat / state

Malda Girl Rape Accused arrested : মালদায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার

author img

By

Published : Mar 29, 2022, 8:21 PM IST

ধর্ষণে অভিযুক্ত যুবক
ধর্ষণ অভিযুক্ত যুবক

মালদায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার (Malda girl raped) ৷ রায়গঞ্জ থেকে ধরা পড়ল অভিযুক্ত যুবক ৷ অভিযুক্তকে 10 দিনের হেফাজতে নিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ (Malda Gang Rape Accused arrested From Raiganj) ।

মালদা, 29 মার্চ : অবশেষে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে ধরা পড়ল মালদায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক (class 10 student allegedly raped by neighbour) । ধৃতকে আজ বিকেলেই জেলা আদালতের মাধ্যমে 10 দিনের হেফাজতে নিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ ।

উল্লেখ্য, রবিবার ইংরেজবাজার থানা এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে হাত ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই এক যুবকের বিরুদ্ধে (Malda gilr raped)। আহত ও অসুস্থ ওই ছাত্রীকে মালদা মেডিক্যালে ভর্তি করা হয় । আজ তাকে মেডিক্যাল থেকে ছাড়া হয়েছে । সোমবারই এনিয়ে অভিযুক্ত রাইহান শেখের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীটির বাবা । যদিও ঘটনার পরেই এলাকা থেকে পালিয়ে যায় রাইহান ।

রাইহানের দাদা একজন সিভিক ভলান্টিয়ার । তদন্তে নেমে পুলিশ তাঁকেই প্রথমে আটক করে । তাঁকেই জিজ্ঞাসাবাদ করে রাইহানের হদিশ পায় পুলিশ । গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল রায়গঞ্জ থেকে রাইহানকে গ্রেফতার করে মালদায় নিয়ে আসে (Malda Gang Rape Accused arrested From Raiganj) ।

আরও পড়ুন : Matia Gang Rape Case : মাটিয়া গণধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

এদিকে আজ ধর্ষিতার বাড়িতে যায় তৃণমূলের একটি প্রতিনিধিদল । সেই দলে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি, দলীয় নেতা তথা জেলাপরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন এবং এলাকার বিধায়ক সাবিত্রী মিত্র-সহ আরও অনেকে ।

ধর্ষিতার সঙ্গে দেখা করার পর জেলা তৃণমূলের সভাপতি বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক । নাবালিকা মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ওই যুবক তার উপর অমানবিক অত্যাচার চালিয়ে ধর্ষণ করেছে । আমরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি । এনিয়ে আমরা পুলিশ সুপার ও ইংরেজবাজার থানার আইসির সঙ্গেও কথা বলেছি ।"

তিনি আরও বলেন, "শোনা যাচ্ছে অভিযুক্তকে পালাতে সাহায্য করেছে দুই সিভিক ভলান্টিয়ার । এমন দুষ্কৃতীদের যারা সহায়তা করবে, তারাও দুষ্কৃতী । এর সঙ্গে রাজনীতিকে জড়ানো ঠিক নয় । দুষ্কৃতীদের কোনও রাজনৈতিক রং হয় না।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.