ETV Bharat / state

Help desk at malda station : ময়নাগুড়ি রেল দুর্ঘটনা, মালদা স্টেশনে খোলা হল হেল্প ডেস্ক

author img

By

Published : Jan 13, 2022, 10:09 PM IST

help desk at malda station
help desk at malda station

03512-266000 এবং 03512-284264 ল্যান্ডলাইন নম্বরে ফোন করে দুর্ঘটনা সংক্রান্ত কোনও তথ্য মানুষ জানতে পারবেন (Help desk at malda station) । সাধারণের সুবিধার জন্য একটি মোবাইল নম্বরেও এই পরিষেবা দেওয়া হচ্ছে । নম্বরটি হল- 9046002984 ।

মালদা, 13 জানুয়ারি : ময়নাগুড়িতে রেল দুর্ঘটনার জেরে মালদা স্টেশনও খোলা হল হেল্প ডেস্ক (Help desk at malda station)। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মালদা স্টেশনে ওই হেল্প ডেস্ক চালু করা হয়েছে । দুর্ঘটনার জেরে একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে । তবে এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি বলে জানিয়েছেন মালদা টাউন রেল স্টেশনের ম্যানেজার ।

মালদা টাউন স্টেশনের ম্যানেজার দিলীপ চৌহান জানিয়েছেন, "দুর্ঘটনাটি উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে ঘটেছে । ময়নাগুড়ি স্টেশনের কাছে সেই দুর্ঘটনা ঘটে। মানুষের সুবিধের জন্য মালদা স্টেশনও একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে । 03512-266000 এবং 03512-284264 ল্যান্ডলাইন নম্বরে ফোন করে দুর্ঘটনা সংক্রান্ত কোনও তথ্য মানুষ জানতে পারবেন । সাধারণের সুবিধার জন্য একটি মোবাইল নম্বরেও এই পরিষেবা দেওয়া হচ্ছে । নম্বরটি হল- 9046002984 । এছাড়াও তৈরি রাখা হয়েছে এখানকার জরুরিভিত্তিক ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম । তার নম্বর 03512-283444 ।"

আরও পড়ুন : Guwahati-Bikaner Express Derail : মৃতদের পাঁচ, আহতদের 1 লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা রেলমন্ত্রীর

স্টেশন ম্যানেজার আরও জানান, "দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গ এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে । ওই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যাবে । তবে ওই লাইন দিয়ে চলাচলকারী অন্য ট্রেনগুলি সম্পর্কে এখনও কোনও নির্দেশ আমাদের কাছে এসে পৌঁছয়নি । এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.