Guwahati-Bikaner Express Derail : মৃতদের পাঁচ, আহতদের 1 লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা রেলমন্ত্রীর

author img

By

Published : Jan 13, 2022, 8:49 PM IST

railway minister Ashwini Vaishnaw

জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলিকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রেল ৷ গুরুতর আহত ও স্বল্প আহতদের জন্যও ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল (Ashwini Vaishnaw announces ex-gratia of rs 5 lakh for death)৷

নয়াদিল্লি, 13 জানুয়ারি : গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলির জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল রেল ৷ টুইট করে একথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ৷ এছাড়া গুরুতর আহতদের 1 লাখ ও যারা অল্প জখম হয়েছেন তাদের জন্য 25 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি ৷ উদ্ধারকার্যের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন টুইটারে জানিয়েছেন তিনি ৷

আজ বিকেল পাঁচটা নাগাদ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে লাইনচ্যুত হয় গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express derail) ৷ ট্রেনের 12টি বগিই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ট্রেনের একটি বগি অন্য একটির উপরে উঠে গিয়ে দুমড়ে মুচড়ে যায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ আহত শতাধিক ৷ জানা গিয়েছে, বিকানের থেকে পটনা হয়ে গুয়াহাটি যাচ্ছিল ট্রেনটি ৷ তার আগে দোমোহানির কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ৷

  • Enhanced amount of ex-gratia compensation to the victims of this unfortunate accident:
    Rs. 5 Lakh in case of death,
    Rs. 1 Lakh towards grievous and
    Rs. 25,000 for minor injuries.

    — Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Guwahati-Bikaner Express derail : নিহত পাঁচ, আহত শতাধিক; দোমোহানির ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ রেলের

দুর্ঘটনার পর টুইটারে নিজের উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পরপর দু’টি টুইটে তিনি জানান, রাজ্য প্রশাসনের সদর দফতর অর্থাৎ নবান্ন থেকেই গোটা ঘটনায় নজর রাখা হচ্ছে ৷ সংশ্লিষ্ট জেলাশাসক, পুলিশ সুপার এবং উত্তরবঙ্গের আইজি সরাসরি বিষয়টির তদারকি করছেন ৷ যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের যাতে চিকিৎসার কোনও সমস্যা না হয়, তা দেখা হচ্ছে ৷ যত দ্রুত সম্ভব আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.