ETV Bharat / state

ব্যাগের 'বোঝা' বেড়েছে সরকারি স্কুলের পড়ুয়াদের

author img

By

Published : Feb 15, 2020, 8:23 PM IST

Updated : Feb 15, 2020, 11:44 PM IST

primary_book_contro
শুধমাত্র বেসরকারি স্কুল নয় পাল্লা দিয়ে ব্যাগের ওজন বাড়ছে সরকারি স্কুলের পড়ুয়াদেরও

খুদে পড়ুয়াদের পিঠের ব্যাগ কি তাদের বোঝা হয়ে দাঁড়াচ্ছে? এই প্রশ্ন দীর্ঘদিনের ৷ বিশেষ করে বেসরকারি মাধ্যমের খুদে পড়ুয়াদের নিয়ে চিন্তায় শিক্ষামহল থেকে শুরু করে অভিভাবকরাও ৷ কারণ, বেসরকারি মাধ্যমের পড়ুয়াদের সামনের দিকে ঝুঁকে যাওয়া শরীর চিন্তার ভাঁজ ফেলেছে কপালে ৷

মালদা, 15 ফেব্রুয়ারি : খুদে পড়ুয়াদের পিঠের ব্যাগ কি তাদের বোঝা হয়ে দাঁড়াচ্ছে? এই প্রশ্ন দীর্ঘদিনের৷ বিশেষ করে বেসরকারি মাধ্যমের খুদে পড়ুয়াদের নিয়ে চিন্তায় শিক্ষামহল থেকে শুরু করে অভিভাবকরাও ৷ কারণ, বেসরকারি মাধ্যমের পড়ুয়াদের সামনের দিকে ঝুঁকে যাওয়া শরীর চিন্তার ভাজ ফেলেছে কপালে ৷

বর্তমানে শুধুমাত্র বেসরকারি স্কুল নয়, সরকারি প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদেরও একই দশা ৷ বই, খাতা, জলের বোতল, টিফিন বক্স- সব মিলিয়ে ব্যাগের যা ওজন হয়, তা বহন করতে নাজেহাল পড়ুয়ারা ৷

শুধমাত্র বেসরকারি স্কুল নয় পাল্লা দিয়ে ব্যাগের ওজন বাড়ছে সরকারি স্কুলের পড়ুয়াদেরও

অথচ শিশুদের পিঠের ব্যাগের ওজন কত হবে, তা নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ এমনকী সেই নির্দেশিকা প্রতিটি রাজ্যকেও পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ নির্দেশিকা অনুযায়ী, প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের বই, খাতা ও ব্যাগের ওজন মিলিয়ে কোনওভাবেই তা দেড় কেজির বেশি হবে না ৷ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন হতে হবে দুই থেকে তিন কেজির মধ্যে ৷

গত শিক্ষাবর্ষ থেকেই বইয়ের সংখ্যা বাড়তে শুরু করেছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলির বিভিন্ন শ্রেণির ৷ গত বছর বাড়ানো হয়েছিল ইংরেজি শেখার বই ৷ আর এবারে নতুন একটি বই প্রথম থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের দেওয়া হয়েছে ৷ এর ফলে এবারে প্রাক প্রাথমিক শ্রেণিতে নয়টি, চতুর্থ শ্রেণিতে 10টি ও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য রয়েছে মোট সাতটি বই ৷ এর সঙ্গে থাকছে কমপক্ষে সাতটি খাতা ৷

এই বিষয়ে ইংরেজবাজার মালিহা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজয় কুমার মণ্ডল বলেন, "এবার প্রাক প্রাথমিকে তিনটি, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে চারটি, তৃতীয় শ্রেণির বইয়ের সংখ্যা এবার বেড়েছে ৷ প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য একটি বইয়ের তিনটি ভাগ রয়েছে ৷ একটির মূল্যায়ন শেষ হলে আর একটি ভাগ আমাদের পড়ুয়াদের দেওয়ার কথা ৷ কিন্তু মজুত রাখার সমস্যার জন্য প্রায় সব স্কুলেই একসঙ্গে তিনটি বইকেই পড়ুয়াদের দিয়ে দেওয়া হয় ৷ প্রথম কিংবা দ্বিতীয় শ্রেণির বইয়ের যা ওজন, তাতে বাচ্চাদের সমস্যা হওয়ার কথা নয় ৷ তবে, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদের এই সমস্যা রয়েছে ৷ বইয়ের জন্য তাঁদের ব্যাগের ওজন যে বেশ খানিকটা বেড়ে যাচ্ছে তা অস্বীকার করা যায় না ৷"

জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক ও সংসদ সভাপতি সুনীতি সাঁপুই জানান, "প্রাথমিকে সিলেবাস কমিটিই বইয়ের সূচি তৈরি করে ৷ অত্যন্ত বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিশুদের বই ঠিক করা হয় ৷ বইয়ের ওজন নিয়ে আমার কিছু বলার নেই ৷ সরকারের পক্ষ থেকে যে বই পাঠানো হয়েছে, আমরা সেই অনুযায়ী বাচ্চাদের হাতে বই তুলে দিয়েছি ৷ গত 2রা ফেব্রুয়ারি প্রতিটি স্কুলে বই বিতরণ করা হয়েছে ৷ ইতিমধ্যেই স্কুলগুলিতে ভালোভাবে পঠনপাঠনও শুরু হয়ে গিয়েছে ৷"

অপরদিকে, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলার সহকারী সম্পাদক সুকান্ত শিকদার এই প্রসঙ্গে বলেন, "তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদেরই এই সমস্যা সবচেয়ে বেশি ৷ এবার তৃতীয় শ্রেণিতে রয়েছে নয়টি ও চতুর্থ শ্রেণিতে রয়েছে 10টি বই ৷ এর সঙ্গে রয়েছে অন্তত তিনটি খাতা ৷ এসব মিলিয়ে তাদের ব্যাগের ওজন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক নির্ধারিত ওজনের থেকে অনেকটাই বেশি ৷ প্রায় সাড়ে পাঁচ কিলো হয়ে যায় ৷ এই ওজন বাচ্চাদের বইতে সমস্যা হবেই ৷ বিষয়টি রাজ্য সরকারের সিলেবাস কমিটির ভেবে দেখা উচিত ৷"

তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজনের যে সমস্যা রয়েছে তা পুরোপুরি অস্বীকার করতে পারেননি জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মহম্মদ আইনুল হক ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, “এনিয়ে অযথা বেশি গোলমাল চলছে ৷ উইংস বইটির তিনটি ভাগ রয়েছে৷ প্রতিটি মূল্যায়নের পর বাচ্চাদের হাতে পরবর্তী ভাগ তুলে দেওয়ার কথা ৷ সেক্ষেত্রে বইয়ের ওজন কমছে ৷ পাতাবাহার ও বাটারফ্লাই বইদুটির ওজন একটু বেশি ৷ তবে বাংলা ও ইংরেজি তো বাচ্চাদের শিখতেই হবে ৷ তাছাড়া বইয়ের ওজন অনুযায়ী বিভিন্ন ক্লাসের রুটিন করা হয় ৷ ফলে সব বই প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয় না ৷"

পড়ুয়াদের মধ্যে অবশ্য মিলেছে মিশ্র প্রতিক্রিয়া ৷ কেউ বলছে, প্রতিদিন তো সব বই স্কুলে আনতে হয় না, তাই তাতে খুব একটা অসুবিধাও হয় না ৷ আবার কেউ বলছে, বইয়ের ব্যাগের ওজন খুব বেশি ৷ তাই স্কুলে যাওয়া ও ফেরার সময় বাবা-মায়ের কাঁধেই থাকে বইয়ের ব্যাগ ৷

Last Updated :Feb 15, 2020, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.