ETV Bharat / state

Malda Clash: দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর আহত 12

author img

By

Published : Oct 11, 2022, 3:15 PM IST

Updated : Oct 11, 2022, 4:53 PM IST

Clash between two groups of TMC in Malda, 12 injured
দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর আহত 12

দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে (Malda Clash)৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন 12 জন (Clash between two groups of TMC)৷

মালদা, 11 অক্টোবর: জমির দখল নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণপুর এলাকা (Malda Clash)৷ দু’পক্ষের লাঠালাঠিতে আহত হয়েছেন একাধিক পুরুষ ও মহিলা ৷ গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ৷ ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ তবে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে (Clash between two groups of TMC)৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বিঘা জমির মালিকানা নিয়ে লক্ষ্মণপুর গ্রামের রাহানুল হক ও শেখ আফতাবউদ্দিনের পরিবারের মধ্যে মাস তিনেক ধরে বিবাদ চলছে ৷ সেই বিবাদ আজ বড়সড় আকার নেয় ৷ আজ সকালে সেই জমিতে বেড়া দিচ্ছিল এক পক্ষ ৷ আরেক পক্ষ তাতে বাধা দেয় ৷ এ নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায় ৷ খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে নিরস্ত করে ৷ পুলিশ দু’পক্ষকেই জমির নথিপত্র থানায় নিয়ে যেতে বলে ৷ পুলিশ গ্রাম থেকে বেরিয়ে যেতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ লাঠির ঘায়ে গুরুতর আহত হন দু’পক্ষেরই মোট 12 জন ৷ আরও কয়েকজন আহত হলেও তাঁদের আঘাত গুরুতর নয় ৷ এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন রাহানুল হক, শেখ উজ্জ্বল, মুফিলুদ্দিন শেখ, শেখ লতিফুর, হাসবি বিবি ও শেখ নইমুদ্দিন ৷ আরেক পক্ষের চিকিৎসাধীনরা হলেন শেখ আফতাবউদ্দিন, শেখ সাহাবুদ্দিন, তারিক আনোয়ার, তাকিম আলি, শেখ করিমুদ্দিন ও এনামুল হক ৷

Clash between two groups of TMC in Malda, 12 injured
গুরুতর আহত অনেকে

রাহানুল হকের মেয়ে শিউলি খাতুনের দাবি, “জায়গাটা আমার বাবার ৷ জমির কাগজপত্র আমাদের নামেই রয়েছে ৷ আজ সকালে ওরা ওই জমি বেড়া দিয়ে ঘিরছিল ৷ ওরা জমির কোনও কাগজপত্র দেখাতে পারেনি ৷ খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ওরা সরে যায় ৷ বেড়াও খুলে নেয় ৷ পুলিশ সেখান থেকে সরতেই ওরা বাবাদের উপর হামলা চালায় ৷ আমাদের 10 জন আহত হয়েছে ৷ একজনকে মালদায় রেফার করে দেওয়া হয়েছে ৷”

আরও পড়ুন: অন্য ছেলের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি পোস্ট স্বামীর, অপমানে আত্মঘাতী অষ্টাদশী

অন্যদিকে শেখ আফতাবউদ্দিনের নাতি রাজিব হকের বক্তব্য, “জমিটা আমার দাদুর ৷ ওরা জোর করে দখল করে রেখেছে ৷ এতদিন আমরা জানতাম না, জমিটা আমার দাদুর ৷ তা জানার পর জমিটি আমরা দাবি করি ৷ পুলিশ গ্রামে গিয়ে জমির কাগজপত্র নিয়ে এই ঝামেলা মেটানোর চেষ্টা করে ৷ কিন্তু পুলিশকর্মীরা সেখান থেকে সরে যেতেই ওই পক্ষ মারপিট শুরু করে দেয় ৷ আমাদের লোকজনের মাথা ফাটিয়ে দিয়েছে ৷ আমাদের 10 জন আহত হয়েছে ৷ আমরা দু’পক্ষই তৃণমূল করি ৷ আমরা চাই, শান্তিতে এই সমস্যার সমাধান হোক ৷”

দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

হাসপাতালে উপস্থিত হরিশ্চন্দ্রপুর থানার সাব ইনস্পেকটর রামপ্রসাদ চাকলাদার জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ সংঘর্ষের খবর পেয়ে তাঁরা হাসপাতালে এসেছেন ৷ আহত সবার বয়ান নেওয়া হচ্ছে ৷ লিখিত অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

Last Updated :Oct 11, 2022, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.