ETV Bharat / state

Malda Suicide: অন্য ছেলের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি পোস্ট স্বামীর, অপমানে আত্মঘাতী অষ্টাদশী

author img

By

Published : Oct 11, 2022, 3:07 PM IST

Updated : Oct 11, 2022, 4:55 PM IST

অন্য ছেলের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি (Objectionable pictures) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন স্বামী (Wife died by suicide)৷ সেই অপমানে আত্মঘাতী হলেন অষ্টাদশী বধূ ৷ মালদার (Malda Suicide) কালিয়াচকের ঘটনা ৷

Wife died by suicide after her objectionable pictures with ex boy friend posted by husband
অন্য ছেলের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি পোস্ট স্বামীর, অপমানে আত্মঘাতী অষ্টাদশী

মালদা, 11 অক্টোবর: অন্য ছেলের সঙ্গে নিজের স্ত্রীর ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন স্বামী (Wife died by suicide)! সেই অপমানে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন অষ্টাদশী স্ত্রী (Objectionable pictures)৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের গয়েশবাড়ি গ্রামের বিশ্বাসপাড়ায় (Malda Suicide)৷ ময়নাতদন্তে ব্যস্ত থাকায় এখনও এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করতে পারেননি মৃত বধূর বাপের বাড়ির লোকজন ৷ তবে এ নিয়ে তাঁরা পুলিশে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ৷

আত্মঘাতী বধূর নাম সাহনারা বিবি ৷ বয়স মাত্র 18 বছর ৷ মাস পাঁচেক আগে তাঁর বিয়ে হয় প্রেমিক আখতার শেখের সঙ্গে ৷ আখতারের বাড়ি সুজাপুরেরই স্কুলপাড়ায় ৷ তিনি প্লাস্টিক ব্যবসায়ী ৷ পাত্র আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় মেয়ের প্রেম মেনে নিয়েছিলেন সাহনারার বাবা সাফির শেখ ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই সাহনারার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতে শুরু করেন আখতার ৷ স্কুল জীবনে সাহনারার সঙ্গে আরও কয়েকজন যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানতে পারেন আখতার ৷ এমনকী তাঁর স্ত্রীর সঙ্গে কয়েকটি ছেলের ছবিও তাঁর হাতে আসে বলে অভিযোগ ৷ তখন থেকেই তিনি স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন ৷ দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সন্দেহ আরও বাড়তে থাকে ৷ ব্যবসার কাজে দিন দশেক আগে শিলিগুড়ি চলে যান আখতার ৷ সেখান থেকেই তিনি গত পরশু অন্য যুবকের সঙ্গে সাহনারার কয়েকটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায় ৷ অপমানে গতকাল রাতে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে নেন সাহনারা ৷ বিষয়টি জানতে পেরে রাতেই তাঁকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যান বাপের বাড়ির লোকজন ৷ যদিও বাঁচানো যায়নি তাঁকে ৷

Wife died by suicide after her objectionable pictures with ex boy friend posted by husband
অন্য ছেলের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি পোস্ট স্বামীর

আরও পড়ুন: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন না পেয়ে পড়ুয়ার আত্মহত্যা ! আন্দোলনে এসএফআই

সাহনারার দিদি সুমি খাতুন বলেন, "পাঁচ মাস আগে প্রেম করেই আখতারকে বিয়ে করেছিল বোন ৷ কিন্তু বিয়ের পর থেকে আখতার বোনকে বলতে শুরু করে, ওর সঙ্গে অন্য পুরুষের প্রেম রয়েছে ৷ এ নিয়ে বোনকে মারধরও করত ৷ বলত, বোন যেন মরে যায় ৷ শুধু আখতার নয়, ওর দাদাও বোনের সঙ্গে এই ভাষায় কথা বলত ৷ দু'দিন আগে আখতার অন্য ছেলের সঙ্গে বোনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় ৷ ওই ছবি বোনের বিয়ের আগে তোলা ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলি দেখেই অপমানে গতকাল রাতে বোন বিষ খেয়ে নেয় ৷ আজ বোনের মৃতদেহের ময়নাতদন্ত হচ্ছে ৷ এ সব ঝামেলা মিটলেই আমরা আখতার-সহ তার বাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব ৷"

অপমানে আত্মঘাতী অষ্টাদশী

কালিয়াচক থানার আইসি উদয়শংকর ঘোষ জানিয়েছেন, এ নিয়ে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ আপাতত পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷

Last Updated :Oct 11, 2022, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.