ETV Bharat / state

Chanchal Controversy: পৌরসভা গঠনে মুখ্যমন্ত্রীর প্রত্যাখ্যানে ক্ষুব্ধ চাঁচলবাসী, পঞ্চায়েতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা

author img

By

Published : May 5, 2023, 5:17 PM IST

Chanchal Controversy
Chanchal Controversy

পৌরসভা গঠনের প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রত্যাখ্যান করে দেওয়ায় ক্ষুব্ধ চাঁচলবাসী ৷ নাগরিক মঞ্চ গড়ে আন্দোলনের প্রস্তুতিও শুরু হয়েছে ৷ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও ৷

পৌরসভা গঠনে মুখ্যমন্ত্রীর প্রত্যাখ্যানে ক্ষুব্ধ চাঁচলবাসী

চাঁচল (মালদা), 5 মে: চাঁচল এলাকাকে পঞ্চায়েত থেকে পৌরসভায় উন্নীত করার দাবি দীর্ঘদিনের ৷ গত শতকের নয়ের দশকে প্রথমবার এই দাবিতে সরব হন মালদা জেলার এই অংশের মানুষ ৷ তার পর কেটে গিয়েছে বহু বছর ৷ ভোট এলে চাঁচলকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয় রাজনৈতিক দলগুলির তরফে ৷ কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মালদায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন যে আপাতত চাঁচলে পৌরসভা তৈরি সম্ভব নয় ৷ আর তার পরই হতাশ চাঁচলের বাসিন্দারা ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি ৷ তবে তৃণমূলের কেউ এখনও পর্যন্ত এই ইস্যুতে মুখ খোলেননি ৷

বৃহস্পতিবার মালদায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর কাছে চাঁচল পৌরসভা গঠনের নিবেদন জানান এলাকার তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ৷ উত্তরে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “নাহ ! ওটা এখন হচ্ছে না ৷ যা টাকা আছে, তাতে হচ্ছে না ৷ তোমরা পৌরসভার নিয়ম জানো না ৷ মিউনিসিপ্যালিটির ফান্ড এখন এত বাড়িয়ে দিয়েছে যে এখন যেসব পৌরসভা রয়েছে, তারাই টাকা পাচ্ছে না ৷ আরেকটা কথা জেনে রেখো মিউনিসিপ্যালিটি হলে ট্যাক্স বেড়ে যায় ৷ মানুষের সমস্যা হয় ৷ আর মিউনিসিপ্যালিটি হলে তোমাকে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সব কিছু মেনটেইন করতে হবে ৷ এলাকার মানুষকে 100 দিনের কাজও দিতে পারবে না ৷ ডোন্ট আরগু ৷ টাকা না পেয়ে শুধু মিউনিসিপ্যালিটি করে কী করবে ? বসো ৷”

মুখ্যমন্ত্রীর বার্তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে জেলা জুড়ে ৷ চাঁচলের বাসিন্দা জাহাঙ্গির আলম বলেন, “এই ঘটনায় আমরা চাঁচলবাসী হিসাবে আশাহত ৷ গতকাল এলাকার বিধায়কের চাঁচল পৌরসভার প্রস্তাব মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যাখ্যান করলেন, পৌরসভা না করার পিছনে যে অজুহাত দেখালেন, সেটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় ৷ চাঁচলবাসী হিসাবে আমরা তাঁর যুক্তি প্রত্যাখ্যান করছি ৷ আমাদের দীর্ঘদিনের আশা নিয়ে যেভাবে উনি ছেলেখেলা করলেন, আমরা তা মেনে নিতে পারছি না ৷ এলাকার মানুষ এটা ভালোভাবে নেয়নি ৷’’ এই দাবি পূরণ করতে রাজনীতি ভুলে চাঁচলের সবাইকে মঞ্চ গড়ে আন্দোলনে নামা উচিত বলেও তিনি মনে করেন ৷

পৌরসভার দাবি পূরণে অরাজনৈতিক মঞ্চ গড়ে আন্দোলনে নামার কথা বলছেন তাপস পাণ্ডেও ৷ একই সঙ্গে তিনি মনে করেন আসন্ন পঞ্চায়েত ভোটেও এর প্রভাব পড়বে ৷ তিনি বলেন, “তাহলে এতদিন ধরে আমাদের পৌরসভার আশ্বাস দেওয়া হল কেন ? পঞ্চায়েত ভোটের আগে আমরা আশা করেছিলাম, এবার চাঁচল পৌরসভা নিশ্চয়ই হবে ৷ কিন্তু উনি যেভাবে এককথায় সেই প্রস্তাব কেটে দিলেন তাতে পঞ্চায়েত ভোটে নিশ্চিত প্রভাব পড়বে ৷ দেড় বছর আগে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এখানে এসে বলেছিলেন, শুধু রাজ্যপালের একটি স্বাক্ষর বাকি ৷ তারপরেই চাঁচল পৌরসভা হবে ৷ দেড় বছর পর মুখ্যমন্ত্রী বলে দিলেন, সেটা আর হবে না ৷”

এনিয়ে উত্তর মালদার সাংসদ বিজেপির খগেন মুর্মু বলেন, “পৌরসভা চাঁচলবাসীর দীর্ঘদিনের দাবি ৷ 2010 সালে তৎকালীন সরকার চাঁচল, গাজোল সহ মোট 20টি নতুন পৌরসভা গঠনে উদ্যোগ নিয়েছিল ৷ এর মধ্যে বেশ কয়েকবার রাজ্যের মন্ত্রীরা চাঁচলে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন, সেখানে পৌরসভা হবে ৷ গত বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রী ফিরহাদ হাকিম সেই প্রতিশ্রুতি দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী নিজে গাজোলে এসে একই প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এখন তিনি পুরোপুরি উলটে গিয়ে বললেন, পৌরসভা হবে না ৷’’

তাঁর দাবি, পৌরসভার দিকে তাকিয়েই চাঁচলের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল ৷ তৃণমূল এভাবেই মিথ্যে কথা বলে, মানুষকে ধোঁকা দেয় ৷ এটাই তার প্রমাণ ৷ তিনি বলছেন, পৌরসভা হলে মানুষের কর বেড়ে যাবে ৷ কিন্তু মানুষ যে বেশি সুবিধে পাবে, সেটা কি তিনি জানেন না !

আরও পড়ুন: 10 বছরের মধ্যে গঙ্গার ভাঙন কমানোর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.