BSF Jawan: ইনসাস রাইফেল, তাজা কার্তুজ-সহ উধাও বিএসএফ জওয়ান, চাঞ্চল্য মালদায়

author img

By

Published : Sep 25, 2022, 6:17 PM IST

BSF jawan escaped after firing one round in Malda

ইনসাস রাইফেল, তাজা কার্তুজ-সহ উধাও হয়ে যায় বিএসএফ জওয়ান (BSF Jawan) ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদায় ৷ পুরাতন মালদার মঙ্গলবাড়ি থেকে ওই জওয়ানকে উদ্ধার করা হয় ৷

মালদা, 25 সেপ্টেম্বর: এক রাউন্ড গুলি চালিয়ে ইনসাস রাইফেল, ম্যাগাজিন, কার্তুজ-সহ পালাল এক বিএসএফ জওয়ান (BSF jawan escaped after firing one round in Malda) ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদা জেলাজুড়ে ৷ যদিও থানায় অভিযোগ দায়ের হওয়ার পর অবশেষে মিলল জওয়ানের খোঁজ ৷ যদিও এ নিয়ে বিএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি ৷

জানা গিয়েছে, আজ সকাল 10টা নাগাদ বিএসএফের 159 নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশি অভিযোগে জানানো হয়, শনিবার রাত 10টা 30 মিনিট নাগাদ অখিলেশ কুমার ইনসাস রাইফেল, দুটি ম্যাগাজিন ও 20 রাউন্ড 5.56 মিলিমিটারের কার্তুজ-সহ উধাও হয়ে যায় ৷ বিষয়টি নজরে আসতেই বিএসএফ জওয়ানরা তাঁর খোঁজ শুরু করে ৷ এরপরেই ভয় দেখাতে এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় অখিলেশ কুমার ৷

এই অভিযোগের পরেই জেলার সমস্ত থানাতে অ্যালার্ট জারি করে দেওয়া হয় ৷ সূত্র মারফত জানা গিয়েছে, ঘণ্টাতিনেক পর পুরাতন মালদার মঙ্গলবাড়ি থেকে ওই জওয়ানকে উদ্ধার করা হয় ৷ অখিলেশ কুমার উত্তরপ্রদেশের মহারাজপুর থানার লাক্ষাপুরের বাসিন্দা ৷ তিনি হরিশ্চন্দ্রপুর বিওপিতে কর্মরত ছিলেন ৷

আরও পড়ুন: প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে ভেজাল হলুদ তৈরি ! রাসায়নিকে বিপন্ন স্বাস্থ্য

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ভারতীয় আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.