Body Recovered: ভুট্টা খেত থেকে উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ

author img

By

Published : Feb 17, 2023, 9:16 PM IST

Dead Body Recover

মালদার হরিশ্চন্দ্রপুরে ভুট্টা খেত থেকে ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ( body Recover in malda) ৷ দেহটি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে ৷

মালদা, 17 ফেব্রুয়ারি: বাংলা-বিহার সীমান্তের ভুট্টা খেত থেকে উদ্ধার ব্যক্তির ক্ষতবিক্ষত পচাগলা দেহ (dead body recover from corn field in malda) । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর জুড়ে । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।

বাংলা ও বিহার সীমান্তে অবস্থিত মালদা জেলার সুলতান নগর গ্রাম । স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর ওই গ্রামের এক মহিলা ভুট্টা খেতে পাতা আনতে গিয়েছিলেন । খেতের মধ্য থেকে পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় তাঁর । তিনি স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান । এরপরই স্থানীয় বাসিন্দারা এসে দেখেন জমিতে ক্ষতবিক্ষত একটি মহিলার পচাগলা দেহ পড়ে রয়েছে । খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে কলেজে পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা নন । প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছ, মৃত ব্যক্তির বাড়ি বিহারে । সম্ভবত বিহার থেকে খুন করে মৃতদেহটি এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে । স্থানীয় বাসিন্দা রেজাউল হক জানান, এই এলাকায় কারও নিখোঁজ হওয়ায় খবর এখনও জানা যায়নি ৷ তবে মৃতদেহ দেখে মনে হচ্ছে, বেশ কয়েকদিন ধরে দেহটি খেতে পড়ে রয়েছে । এতদিন এলাকার কেউ নিখোঁজ থাকলে বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ত । তবে বিহারের পুলিশের হাত থেকে বাঁচতে কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে বাংলায় এসে ফেলে পালিয়েছে ।

আরও পড়ুন: বিয়ের পরদিনই খুন যুবতী, বিহারের জামুইয়ের ঘটনায় চাঞ্চল্য

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃতদেহটি পাঁচ-সাত দিন ধরে ওই খেতে পড়ে রয়েছে । মৃতদেহে বেশ কিছু ক্ষত চিহ্ন রয়েছে । দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ বলা সম্ভব হবে । মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । পাশাপাশি সমস্ত থানায় নিখোঁজের নামে কোনও অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.