ETV Bharat / state

মারধর ও মিথ্যে মামলার হুমকি, সংখ্য়ালঘুদের BJP-তে যোগদানে বাধা

author img

By

Published : Dec 2, 2020, 9:09 PM IST

মালদায় বিভিন্ন ব্লকে যোগদান শিবিরের আয়োজন করে BJP. অভিযোগ সেই কর্মসূচিতে সংখ্য়ালঘুদের BJP-তে যোগ দিতে বাধা দিচ্ছে রাজ্য়ের শাসক দল ৷ বুধবার BJP-র যুব মোর্চার তরফে চাঁচল 2নং ব্লকের গৌড়হণ্ড পঞ্চায়েত এলাকায় আয়োজন করা এমনই একটি কর্মসূচিতে প্রায় একশো জন সংখ্য়ালঘু সদস্য়ের যোগ দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁদের ভয় দেখিয়ে BJP-তে যোগ দিতে বাধা দিচ্ছে ৷

bjp_accused_tmc_that_they_are_tring_to_afraid_people_to_not_joining_to_bjp
মারধর ও মিথ্যে মামলার হুমকি, সংখ্য়ালঘুদের BJP-তে যোগদানে বাধা

মালদা, 2 ডিসেম্বর : BJP-তে যোগ দিতে চাওয়া সংখ্য়ালঘুদের মিথ্য়ে মামলার ভয় দেখানো ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ যাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা মালদার চাঁচলের 2নং ব্লকে ৷ এদিন প্রায় 100 জন সংখ্যালঘুর BJP-তে যোগ দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তৃণমূলের দেখানো ভয়ের কারণে মাত্র 25 জন এদিন BJP-তে যোগ দিতে পেরেছেন বলে জানানো হয়েছে ৷ যদিও, মিথ্য়ে মামলায় ফাঁসানো বা মারধরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

রাজ্য়ে ক্ষমতা দখলের জন্য় আগামী বছরের বিধানসভা নির্বাচন পাখির চোখ BJP-র ৷ সেই উদ্দেশ্য়ে রাজ্য়ের বিভিন্ন জেলায় BJP-র নানান কর্মসূচি চলেছে ৷ তেমনি মালদায় বিভিন্ন ব্লকে যোগদান শিবিরের আয়োজন করে BJP. অভিযোগ সেই কর্মসূচিতে সংখ্য়ালঘুদের BJP-তে যোগ দিতে বাধা দিচ্ছে রাজ্য়ের শাসক দল ৷ বুধবার BJP-র যুব মোর্চার তরফে চাঁচল 2নং ব্লকের গৌড়হণ্ড পঞ্চায়েত এলাকায় আয়োজন করা এমনই একটি কর্মসূচিতে প্রায় একশো জন সংখ্য়ালঘু সদস্য়ের যোগ দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁদের ভয় দেখিয়ে BJP-তে যোগ দিতে বাধা দিচ্ছে ৷ যেখানে কারোকে মিথ্য়ে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে ৷ তো কারোকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ BJP-র ৷ এ নিয়ে স্থানীয় BJP নেতা ত্রিেবণী সাহা জানান, তাঁদের এই শিবিরে প্রায় একশো জন সংখ্য়ালঘু সদস্য়ের BJP-তে যোগদানের কথা ছিল ৷ তবে, মাত্র 25 জন সেখানে উপস্থিত থাকতে পেরেছেন ৷ বাকিদের সেখানে যেতে দেওয়া হয়নি ৷ তৃণমূলের তরফে তাঁদের মারধর ও মিথ্য়ে মামলায় গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ত্রিবেণী সাহা ৷

যদিও, BJP-র এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূল নেতা রফিকুল হাসান জানান, BJP-র তরফে চাঁচলের 2 নং ব্লকে আয়োজন করা যোগদান শিবিরে তেমন কেউ আসেনি ৷ আর এই হাস্য়কর পরিস্থিতিকে সামাল দিতে ভুল বকতে শুরু করেছে BJP-র নেতারা ৷ তাঁর দাবি, রাজ্য় সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হয়েছে ৷ আর তাই কোনও সরকারি প্রকল্প থেকে যাতে সাধারণ মানুষ বঞ্চিত না হন, তাই সরকারি আধিকারিকরা প্রতিটি পঞ্চায়েত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন ৷ এই পরিস্থিতিতে কিছু করতে না পেরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে স্থানীয় BJP নেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.