ETV Bharat / state

করোনাকে তোয়াক্কা না করে মালদায় বসন্ত উৎসব, প্রচারে তৃণমূল প্রার্থী

author img

By

Published : Mar 28, 2021, 1:37 PM IST

করোনর মধ্যেই বসন্ত উৎসবের আয়োজন করে মালদার শিল্পী সংসদ ৷ উৎসবে মানা হয়নি করোনা বিধি ৷ সেই উৎসবে সামিল হন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ৷

বসন্তের ছোঁয়ায় হলুদ-বাসন্তীর ফোয়ারা
বসন্তের ছোঁয়ায় হলুদ-বাসন্তীর ফোয়ারা

ইংরেজবাজার, 28 মার্চ : আজ দোল ৷ করোনা আবহে দেদার রং খেলা বন্ধ করতে বলেছিলেন চিকিৎসকরা ৷ কারণ সংক্রমণের গ্রাফ রং খেলাতে ঊর্ধ্বগামী হতে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা ৷ আর তাই প্রতি বছরের মতো শহরজুড়ে পরিক্রমার পরিবর্তে মাত্র 1 কিলোমিটারের মধ্যে পরিক্রমা সারল মালদা শিল্পী সংসদ ৷ আজ সকালে বাসন্তী পরিক্রমা মালদার ফোয়ারা মোড় থেকে শুরু হয়, চলে জেলা ক্রীড়া সংস্থার মাঠ পর্যন্ত ৷ তারপর ডিএফএ ময়দানে বসন্ত উৎসবে মেতে ওঠেন আবাল-বৃদ্ধ-বণিতা ৷ মালদা শিল্পী সংসদের এই বসন্ত উৎসবকে ভোট প্রচারের হাতিয়ার করেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ৷

মালদায় বসন্ত উৎসব, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : প্রথা ভেঙে অসময়ে বসন্ত উৎসব, নতুন বিতর্কে বিশ্বভারতী

পরিক্রমার পর ডিএফএ ময়দানে নাচে গানে মেতে ওঠেন শিল্পী সংসদের সদস্যরা ৷ একে অপরের গালে-কপালে রঙ মাখিয়ে ফোনের ক্যামেরায় নিজস্বী তুলতে দেখা যায় ৷ উৎসবের মেজাজে মেতে ওঠেন কয়েকশ মালদাবাসী ৷

এবছর শিল্পী সংসদের শহর পরিক্রমায় সপরিবারে পা মেলাতে দেখা যায় কৃষ্ণেন্দুনারায়ণকে চৌধুরিকে ৷ এদিনের পরিক্রমায় ও অনুষ্ঠানে মাস্ক ব্যবহার ছিল আবশ্যিক ৷ কিন্তু হাতেগোনা কয়েকজনের মুখে মাস্কের দেখা মিললেও বেশিরভাগই মাস্ক ব্যবহার করেননি ৷ অনুষ্ঠানে স্যানিটাইজ়ারেরও ব্যবহার করা হয়নি বললেই চলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.