ETV Bharat / state

পাচারের আগেই ফরাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার 5টি কচ্ছপ, গ্রেফতার বিহারের 2 মহিলা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 6:30 PM IST

Etv Bharat
মালদায় ফরাক্কা এক্সপ্রেস থেকে কচ্ছপ উদ্ধার

Turtle Rescue: ফরাক্কা এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে 5টি কচ্ছপ উদ্ধার করল আরপিএফ ৷ ঘটনায় গ্রেফতার 2 বিহারী মহিলা ৷

মালদা, 18 ডিসেম্বর: পাচারের আগেই পাঁচটি কচ্ছপ উদ্ধার করল আরপিএফ । এই ঘটনায় বিহারের দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে । উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বন বিভাগের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আরপিএফ কর্তৃপক্ষ । ধৃত দুই মহিলার বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করছে বন বিভাগ ।

সূত্র মারফত আরপিএফের কাছে খবর আসে, দিল্লি থেকে মালদাগামী ফরাক্কা এক্সপ্রেসে বেআইনিভাবে কচ্ছপ পাচার করা হচ্ছে । সেই তথ্যের ভিত্তিতে সোমবার ফরাক্কা এক্সপ্রেস মালদায় পৌঁছতেই ট্রেনে হানা দেয় আরপিএফের অফিসাররা । দুই মহিলার হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচটি কচ্ছপ । গ্রেফতার করা হয় ওই দুই মহিলাকে । ধৃতদের নাম লাখো দেবী ও মিনা দেবী । বাড়ি বিহারের ভাগলপুরে ।

উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে সাহেবগঞ্জ থেকে ট্রেনে তোলা হয়েছিল । মালদা থেকে কচ্ছপগুলিকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাওয়া হত বলেও জানতে পেরেছে আরপিএফ । টাকার বিনিময়ে ধৃতরা উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে পাচার করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ধৃতরা ৷ বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া একটি কচ্ছপের বয়স 150 বছরেরও বেশি । তিনটি কচ্ছপের বয়স আনুমানিক শতাধিক ৷ বাকি একটির বয়স প্রায় 60 বছর । কচ্ছপ থেকে দুর্মূল্য ওষুধ তৈরি হয় । সেই কারণেও কচ্ছপগুলিকে পাচার করার চেষ্টা হয়ে থাকতে পারে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মালদা জেলা আদালতে পেশ করা হবে । প্রাথমিক চিকিৎসার পর আদালতের নির্দেশ অনুযায়ী কচ্ছপগুলিকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে ।

উল্লেখ্য, এর আগেও মালদা টাউন স্টেশন থেকে কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটেছে । তবে এত বড় মাপের কচ্ছপ আগে কখনও উদ্ধার হয়নি । কচ্ছপগুলি যাতে নড়াচড়া না করতে পারে, সেই কারণে তাদের পা বেঁধে দেওয়া হয়েছিল । কোথা থেকে এই কচ্ছপগুলি নিয়ে আসা হয়েছিল, এর পিছনে কোন চক্র জড়িত , তা জানতে ধৃতদের জেরা করা হবে ।

আরও পড়ুন :

1 মৎস্যজীবীর জালে পড়ল 40 কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ

2 বিপন্ন প্রজাতির 296টি কচ্ছপ-সহ গ্রেফতার এক বাংলাদেশি

3 বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার 140টি কচ্ছপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.