RSS: পঞ্চায়েতের আগে নির্বাচনী অংক মেনেই কি শহিদ মিনারে মোহন ভাগবতের নেতাজি-স্মরণের পরিকল্পনা!

author img

By

Published : Jan 10, 2023, 8:41 PM IST

RSS

আগামী 18 জানুয়ারি রাজ্যে আসছেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) ৷ 23 জানুয়ারি শহিদ মিনারে নেতাজি স্মরণে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি ৷

কলকাতা, 10 জানুয়ারি: দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) । তারপর বছর ঘুরলেই রয়েছে লোকসভা ভোট (Lok Sabha Elections 2024) । আর এই নির্বাচনী আবহে নেতাজিকে সামনে রেখেই বঙ্গের রাজনীতি আবর্তিত হচ্ছে । বিশেষ করে নেতাজি জন্মজয়ন্তীর (Netaji Birth Anniversary) মুখে আরও একবার তাঁকে নিয়ে রাজনৈতিক তরজা সপ্তমে উঠেছে ।

প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে এমনিতেই নেতাজিকে নিয়ে একটা বাড়তি আগ্রহ রয়েছে মানুষের । শুধু বঙ্গ রাজনীতি কেন জাতীয় রাজনীতিতেও নেতাজির প্রভাব কোনও অংশে কম নয় । আর তাই বারবার রাজনৈতিক নেতাদের মুখে উঠে এসেছে নেতাজির প্রসঙ্গ । নেতাজিকে নিয়েও চলেছে তরজা ।

সম্প্রতি খবর প্রকাশ্যে এসেছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) রাজ্যে আসছেন । নেতাজির জন্মজয়ন্তীতে তিনি শহিদ মিনারের পাদদেশে একটি অনুষ্ঠানে যোগ দেবেন । অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, নেতাজি লহ প্রণাম । খুব স্বাভাবিকভাবেই একথা বলার অপেক্ষা রাখে না এই সমাবেশের প্রেক্ষাপট অবশ্যই নেতাজি ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার 18 থেকে 23 জানুয়ারি মোহন ভাগবতের বাংলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ । কারণ, পাঁচ বছর বাদে আরও একবার কলকাতার বুকে খাকি উর্দি পড়ে কোনও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যাবে সংঘ প্রধানকে । যদিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে সরাসরি কোনও রাজনৈতিক সংগঠন বলা চলে না । তবে নেতাজিকে সামনে রেখে সংঘের এহেন কর্মসূচির লাভ যে সরাসরি বিজেপি (BJP) ঘরে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না । আর সেই কারণেই এই কর্মসূচিতে ঘিরে বিরোধী দলগুলি গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়েছে । এক্ষেত্রে সংঘের নেতাজি প্রেমে রাজনীতির অংক দেখতে পাচ্ছেন তাঁরা ।

প্রসঙ্গত, বাংলার বুকে নেতাজিকে সামনে রেখে পরস্পরকে নিশানা করার ঘটনা এই প্রথম নয় । কখনও নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে দাবি করে, আবার কখনও নেতাজির ফাইল প্রকাশ্যে আনার দাবিতে রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে । এবার জানুয়ারির কড়া শীতে বাড়তি উত্তাপ তৈরি করেছে সংঘ প্রধানের শহিদ মিনারের অনুষ্ঠান ।

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘2021 সালে নেতাজির জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । ওই অনুষ্ঠানে কী ঘটেছিল রাজ্যের মানুষ সবাই জানে । আসলে পঞ্চায়েত নির্বাচনের আগে ওঁরা নেতাজিকে শ্রদ্ধা জানাতে আসছেন নাকি বিজেপির পক্ষে রাজনৈতিক লভ্যাংশ সংগ্রহ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তা নিয়ে সন্দেহ রয়েছে ।’’

তিনি আরও বলেন, ‘‘সংঘ প্রধানের উপস্থিতি তাও আবার নেতাজি জন্মজয়ন্তীর দিন ! ভাবতে অবাক লাগছে । কারণ আরএসএস কখনোই নেতাজিকে সম্মান দেখায়নি । বরং এই আরএসএস বীর সাভারকারের একনিষ্ঠ অনুসারী, স্বাধীনতার আগে যার সঙ্গে সাক্ষাত করতে অস্বীকার করেছিলেন স্বয়ং নেতাজি ।’’

একই ভাবে সংঘ প্রধানের শহিদ মিনারের সমাবেশের উদ্যোগ ভোট অংককে এটা মাথায় রেখেই বলে মনে করছে এ রাজ্যের সিপিএমও (CPIM) । সিপিএম নেতার সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, ‘‘মোহন ভগবাতের এই বাংলায় সভার ক্ষেত্রে কোনও বাধা নেই । ভুলে গেলে চলবে না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতেই আরএসএসের বিকাশ ঘটছে ।’’

তিনি বলেন, ‘‘আরএসএসের ব্যানারে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন দেখে অবাক হচ্ছি । কারণ, আরএসএস এবং নেতাজি এই দুইয়ের মতাদর্শ আলাদা । আরএসএস সর্বদা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রশংসা করেছে ৷ কিন্তু নেতাজি নিজে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ছিলেন । তাহলে মোহন ভাগবত কীভাবে ওইদিন নেতাজির আদর্শ নিয়ে কথা বলবেন ।’’

সুজন চক্রবর্তী মনে করেন, ‘‘আরএসএস তাদের নিজেদের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্যই নেতাজিকে ব্যবহার করছে । সিপিএমের তরফ থেকে আরএসএসের প্রচার পরিকল্পনা নিয়ে সমালোচনা করা হয়েছে বলা হয়েছে ৷ এই মুহূর্তে বিজেপি এবং আরএসএস সমগ্র দেশে ইতিহাসকে নতুন ভাবে উপস্থাপন করতে চাইছে । তারা নেতাজিকে হিন্দু হিসাবে প্রচার করতে চাইছে । তার সশস্ত্র আন্দোলনের পথকে মহাত্মা গান্ধির অহিংস পথের সঙ্গে গুলিয়ে দিতে চান । এটা দেশ এবং ইতিহাসের জন্য বড় বিপদজনক প্রবণতা ।’’

অন্যদিকে তৃণমূল ও বামেদের এই উদ্বেগকে সেভাবে আমল দিতে চাইছে না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের বক্তব্য, বাংলা মায়ের বীর সন্তান নেতাজি । তবে কংগ্রেসের গান্ধিবাদী মনোভাবের কারণে জাতীয় পরিসরে নেতাজির অবস্থান চিন হয়ে গিয়েছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি এবং আরএসএস তা সংশোধনের চেষ্টা করছে। এর মধ্যে ভুল কী আছে !

তৃণমূল এবং সিপিএমের তরফ থেকে তোলা অভিযোগ খণ্ডন করে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনও রাজনৈতিক দল নয় । সংঘ সমস্ত রাজনীতির উর্ধ্বে । সংঘের কাজ একটি শক্তিশালী সমৃদ্ধ জাতি গঠন করা । সুতরাং এই অনুষ্ঠানকে যারা রাজনীতি বা ভোটের অংকের সঙ্গে গুলিয়ে ফেলছেন, তারা সঠিক ব্যাখ্যা করছেন না ।’’

আরও পড়ুন: '40 হাজার বছরের প্রাচীন অখণ্ড ভারতে সবার ডিএনএ এক', বার্তা আরএসএস প্রধানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.