ETV Bharat / state

Corona in Bengal : আজও 700-র ঘরে সংক্রমণ, কমল মৃত্যু

author img

By

Published : Sep 25, 2021, 8:57 PM IST

Corona in Bengal
Corona in Bengal

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 762 জন ৷ আগের দিন যা ছিল 744 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 11 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 13 জনের ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর : আজও রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ সাতশোর ঘরেই রইল ৷ 30 সেপ্টেম্বর তিনটি কেন্দ্রে নির্বাচন রয়েছে ৷ ভবানীপুরে উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন ৷ এই পরিস্থিতিতে রাজ্যের দৈনিক সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে ৷ টানা পাঁচ-ছয়দিন ধরে সংক্রমণ 700-র ঘরেই থাকছে ৷ আজও সেরকমই রয়েছে ৷ কমছে না ৷ তবে একদিক থেকে স্বস্তি যে, খুব বেশি বাড়ছেও না ৷

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 762 জন ৷ আগের দিন যা ছিল 744 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 11 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 13 জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 65 হাজার 645 জন ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 766 জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 39 হাজার 244 জন ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 674 জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 727 জনের ৷

আজ 41 হাজার 46 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 79 লাখ 58 হাজার 789 ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 6 লাখ 99 হাজার 943 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 2 লাখ 42 হাজার 68 জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট 3 কোটি 90 লাখ 31 হাজার 771 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 58 লাখ 61 হাজার 401 জন ৷

আরও পড়ুন, Corona In India : তিরিশ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ, মৃত্যু 290 জনের

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় কলকাতায় 2 জনের মৃত্যু হয়েছে এবং উত্তর 24 পরগনায় 3 জন মারা গিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.