ETV Bharat / state

West Bengal Corona Update : নমুনা পরীক্ষা বাড়লেও কমল দৈনিক সংক্রমণ, সুস্থতার হার 98 শতাংশ

author img

By

Published : Aug 27, 2021, 8:30 PM IST

আজ 703 জন আক্রান্তের নিরিখে রাজ্যে মোট আক্রান্ত হয়েছে 15 লাখ 46 হাজার 237 ৷ মৃতের সংখ্যা কমেছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 8 জনের ৷
Corona
Corona

কলকাতা, 27 অগস্ট : সামান্য কমল দৈনিক সংক্রমণ । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 703 জন । গতকাল সেই সংখ্যাটা ছিল 717 । এদিকে, গতকালের তুলনায় নমুনা পরীক্ষাও বেশি হয়েছে ।

গত সপ্তাহে নিম্নমুখী ছিল করোনার গ্রাফ ৷ কিন্তু মঙ্গলবার থেকে ফের বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা ৷ তবে আজ আবার কমল আক্রান্তের সংখ্যা ৷ আজ 703 জন আক্রান্তের নিরিখে রাজ্যে মোট আক্রান্ত হয়েছে 15 লাখ 46 হাজার 237 ৷ মৃতের সংখ্যা কমেছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 8 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 9 । এই নিয়ে দেশে করোনায় মৃতু্য হয়েছে 18 হাজার 410 ৷ জেলাগুলির মধ্যে সবথেকে বেশি সংক্রমণ কলকাতায় ৷ একদিনে 112 জন আক্রান্ত হয়েছেন ৷

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই ৷ তবে আক্রান্তের তুলনায় সুস্থ হচ্ছে বেশি । একদিনে সুস্থ হয়েছে 719 জন ৷ রাজ্যে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন 15 লাখ 18 হাজার 684 ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 143 ৷

আরও পড়ুন, Human Puppet Dance : করোনায় টলমল মানব পুতুল নাচ, মৃত্যুপথে মালদার লোকশিল্প

গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 43 হাজার 448 ৷ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 1 কোটি 68 লাখ 58 হাজার 265 ৷ এদিকে, আজ 2 লাখ 78 হাজার 628 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 1 লাখ 60 হাজার 154 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 74 লাখ 5 হাজার 427 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় পেয়েছে 1 কোটি 6 লাখ 52 হাজার 973 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.