ETV Bharat / state

Corona in Bengal : টেস্ট কমলেও আক্রান্তের সংখ্যা প্রায় অপরিবর্তিত

author img

By

Published : Sep 12, 2021, 9:27 PM IST

রাজ্যের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে কলকাতার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে উত্তর 24 পরগনা ৷ আজ কলকাতায় আক্রান্তের সংখ্যা 125 জন ৷ উত্তর 24 পরগনায় 124 জন ৷ কলকাতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ফের কনটেনমেন্ট জ়োন চালু হতে পারে ৷

Corona in Bengal
Corona in Bengal

কলকাতা, 12 সেপ্টেম্বর : রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ চিন্তা বাড়াচ্ছে ৷ আজ আক্রান্তের সংখ্যা বাড়েনি ঠিকই ৷ প্রায় একই রয়েছে ৷ গতকালের তুলনায় মাত্র একজন কম আক্রান্ত হয়েছেন ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 752 জন ৷ আজ আক্রান্তের সংখ্যা 751 ৷ দৈনিক মৃতের সংখ্যা 14 ৷ তবে গতকালের তুলনায় আজ নমুনা পরীক্ষা কম হলেও দৈনিক আক্রান্ত অপরিবর্তিত রইল ৷ বিশেষজ্ঞদের মতে যা যথেষ্ট উদ্বেগজনক ৷

সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 15 লাখ 56 হাজার 908 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 757 জন ৷ বর্তমানে সুস্থতার হার 98.28 শতাংশ ৷ সবমিলিয়ে করোনামুক্ত হয়েছেন 15 লাখ 30 হাজার 144 জন ৷ রাজ্যে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 হাজার 187 ৷ আজ মোট 41 হাজার 779টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত সবমিলিয়ে রাজ্যে 1 কোটি 74 লাখ 78 হাজার 452টি নমুনা পরীক্ষা হয়েছে ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 3 লাখ 78 হাজার 901 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 1 লাখ 89 হাজার 463 জন ৷ সবমিলিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন 3কোটি 36 লাখ 58 হাজার 479 জন ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 কোটি 34 লাখ 15 হাজার 494 জন ৷

রাজ্যের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে কলকাতার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে উত্তর 24 পরগনা ৷ আজ কলকাতায় আক্রান্তের সংখ্যা 125 জন ৷ উত্তর 24 পরগনায় 124 জন ৷ কলকাতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ফের কনটেনমেন্ট জ়োন চালু হতে পারে ৷

আরও পড়ুন : Corona Update India : কমল দৈনিক সংক্রমণ, মৃত তিনশোর উপরেই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.