ETV Bharat / state

বাংলাদেশের ভিডিয়ো ভোট পরবর্তী হিংসা বলে প্রচার, টুইট রাজ্য পুলিশের

author img

By

Published : May 8, 2021, 10:52 PM IST

শনিবার টুইটার হ্যান্ডেলে ভুয়ো খবরের পর্দা ফাঁস করল রাজ্য পুলিশ ৷ বাংলাদেশের এক ঘটনায় অশান্তির একটি ভিডিয়ো এরাজ্য ভোট পরবর্তী হিংসার ভিডিয়ো বলে চালানো হচ্ছে ৷ গত 27 এপ্রিলের বাংলাদেশের ওই ভিডিয়ো 6 মে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা এবং গণধর্ষণের ভিডিয়ো বলে চালানো হচ্ছে ৷

ফেক ভিডিয়ো, টুইট রাজ্য পুলিশের
ফেক ভিডিয়ো, টুইট রাজ্য পুলিশের

কলকাতা, 8 মে: নেট মাধ্যমে ফেক ভিডিয়ো প্রচারের বিরুদ্ধে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ গত কয়েকদিন ধরেই রাজ্য পুলিশ তাদের টুইটার হ্যান্ডেলে ফেক ভিডিয়ো প্রচারের বিরুদ্ধে পাল্টা প্রচার করে চলেছে ৷ তার মধ্যে শনিবার রাজ্য পুলিশ তাদের টুইটার হ্যান্ডেল ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটি ছবি শেয়ার করেছে ৷ তাতে দেখা যাচ্ছে দু'টি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা দু'টি পোস্ট পাশাপাশি রাখা ৷ একটি ফেক এবং অপরটি অরিজিনাল বলে উল্লেখ করা ৷ এবং সেই পোস্টে রাজ্য পুলিশর তরফে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের একটি ভিডিয়ো এখানে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা বলে ছড়ানো হচ্ছে ৷

রাজ্য পুলিশের তরফে ওই দু'টি ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে যে ছবি শেয়ার করা হয়েছে তাতে মাহি বৈষ্ণব নামে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি ফেক বলে দাবি করা হয়েছে ৷ অন্যদিকে রহমত আলি হেলালির পোস্ট করা ভিডিয়োটি বাংলাদেশের এবং সেটি অরিজিনাল বলা হয়েছে ৷ সেখানেই দেখা যাচ্ছে রহমত আলির ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি করা হয়েছে গত 27 এপ্রিলে ৷ ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ভোলার দৌলতখানে এক মুসলিম যুবকের সঙ্গে হিন্দু তরুণীর বিয়ের ঘটনায় তৈরি হওয়া অশান্তির ভিডিয়ো সেটি ৷ তারপর সেই একই ভিডিয়োর একটু অংশ গত 6 মে অর্থাৎ পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মাহি বৈষ্ণবের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ৷ ভিডিয়োতে 15-20 জন দুষ্কৃতী এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করে বলে বর্ণনা করা হয়েছে ৷ পোস্টটির ক্যাপশনে হিন্দিতে যা বলা হয়েছে তার বাংলা তর্জমা যা দাঁড়ায় তা হল, পশ্চিমবঙ্গে মানুষ নয়, শয়তানের বসবাস । বাংলার মানুষ এই ঘটনায় বলছেন, যা হয়েছে ঠিক হয়েছে ৷

শনিবারই বিধানসভায় মুখ্যমন্ত্রী নেট মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন ৷ সিআইডি ভুয়ো খবর নিয়ে গ্রেফতারি শুরু করবে বলে জানায় ৷ এর মধ্যেই ভুয়ো খবর বা ফেক নিউজের বিরুদ্ধে নেট মাধ্যমেই তৎপর হয় রাজ্য পুলিশ ৷ গত তিন-চারদিনে এনিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা পোস্টও করে ৷ শনিবার বিকেলের দিকে রাজ্য পুলিশ এই পোস্টটি করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.