ETV Bharat / state

CPIM Preparation for Panchayet: 70 শতাংশ আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে সিপিএম, ইয়েচুরিকে রিপোর্ট

author img

By

Published : Apr 12, 2023, 9:57 AM IST

Etv Bharat
70 শতাংশ আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে সিপিএম

70 শতাংশ আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে সিপিএম ৷ এই মর্মে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দলের সাধারণ সম্পাদক সীতরাম ইয়েচুরির কাছে একটি রিপোর্টও পেশ করেছেন বলে সূত্রের খবর ৷

কলকাতা, 12 এপ্রিল: ইদ মিটলেই পরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে পারে । রাজ্য নির্বাচন কমিশনের সাম্প্রতিক কার্যকলাপে তারই ইঙ্গিত পাওয়া গিয়েছে । এই পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক দলগুলিও জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে । সূত্রের খবর ইতিমধ্যে, রাজ্যের 70 শতাংশ আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে সিপিএম। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের 70 শতাংশ আসনে প্রার্থী বাছাই করা হয়েছে। মঙ্গলবার রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কাছে রিপোর্ট পেশ করে তেমনটাই জানিয়েছে বলে খবর আলিমুদ্দিন সূত্রে ।
কাদের প্রার্থী করা হচ্ছে ?

সূত্রের দাবি, জেলা অথবা ব্লকের নির্দিষ্ট কোনও নেতার সুপারিশ নয়, পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, আঞ্চলিক, স্থানীয় ও বুথ স্তরে যাঁদের সুনাম আছে এমন মানুষদের প্রার্থী হিসাবে ঠিক করা হয়েছে । রাজ্য কমিটির এক সদস্য বলেন, "পার্টির সদস্য পদ নেই এমন মানুষকেও বেছে নেওয়া হয়েছে । বিশেষ করে যাঁরা তৃণমূল-বিজেপি বিরোধী, এলাকায় গ্রহণ যোগ্যতা আছে এবং রাজ্যে বাম ক্ষমতাচ্যুত হওয়ার পরও যারা অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেননি তাঁদেরই বেছে নেওয়া হচ্ছে ৷ তৃণমূলের দুর্নীতির জমানাতেও এলারকার মানুষ বিশ্বাস করতে পারেন এমন ব্যক্তিকেই বেছে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে ।"
মাস ছয়েক আগে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দেয় সিপিএম । এরপর মাস দুয়েক আগে জেলা নেতাদের রাজ্য সদর দফতর থেকে প্রার্থী বাছাই পর্ব শুরু করার নির্দেশ দেওয়া হয়। বলা হয়, তাঁদের পর্যবেক্ষণ নিয়ে পরবর্তী রাজ্য কমিটির বৈঠকে আলোচনা করা হবে । সেই মতো মঙ্গলবার সিপিএমের রাজ্য কমিটির সভা শুরু হয়েছে মুজফ্ফর আহমদ ভবনে । বুধবারও চলবে বৈঠক । বিভিন্ন জেলা থেকে রাজ্য কমিটির সদস্যরা এই সভাতে অংশগ্রহণ করেন । উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ।

আরও পড়ুন: দুর্নীতিকাণ্ডে সিপিএম ও তৃণমূলকে একযোগে কটাক্ষ সুকান্ত মজুমদারের

সূত্রের দাবি, এদিনের বৈঠকে জেলা ধরে ধরে জেলা সম্পাদকরা রিপোর্ট পেশ করেন । একই সঙ্গে প্রার্থী বাছাইয়ের বিষয়টাও উল্লেখ করেন । সব মিলিয়ে দেখা গিয়েছে রাজ্যের প্রায় 70 শতাংশ আসনে প্রার্থী বাছাই করা হয়েছে । বাকিগুলোয় তৃণমূল এবং বিজেপি বিরোধী অন্যা রাজনৈতিক দলের সঙ্গে স্থানীয় স্তরে আলোচনা চলছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.