ETV Bharat / state

বিবেকানন্দের বাণী নিয়ে সুকান্তের বিতর্কিত মন্তব্যে, প্রতিবাদে পথে নামছে তৃণমূল

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 7:18 AM IST

Updated : Dec 26, 2023, 11:18 AM IST

Etv Bharat
বিবেকানন্দের বাণী নিয়ে সুকান্তের মন্তব্যের প্রতিবাদে পথে নামছে তৃণমূল

Sukanta Majumdar Remarks Controversy about Vivekananda Quotation: লক্ষ কণ্ঠে গীতাপাঠের মঞ্চ থেকে বিবেকানন্দের বাণীকে অসম্মান করেছেন সুকান্ত মজুমদার ৷ এই অভিযোগে আজ প্রতিবাদ জানাতে পথে নামছে তৃণমূল কংগ্রেস ৷ স্বামীজীর বাণী নিয়ে কী বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি ?

বিতর্কিত মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য

কলকাতা, 26 ডিসেম্বর: বিবেকানন্দের বাণী নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস । আজ মঙ্গলবার দিনভর রাজ্যে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বিজেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁরা যখন বাংলায় বিজেপির দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন সেই সময়ই ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস ফুটবল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বক্তব্যের প্রতিবাদ জানাবে । এমনটাই খবর তৃণমূল সূত্রে । প্রতিটি ব্লকেই হবে এই প্রতিবাদ । ফুটবল নিয়ে পথে নামবেন তৃণমূল কর্মী-সমর্থকেরা । কলকাতায় কেন্দ্রীয়ভাবে এই মিছিলের নেতৃত্ব দেবেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ।

লক্ষ কণ্ঠে গীতাপাঠের জমায়েত থেকে স্বামী বিবেকানন্দের বাণী নিয়ে সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছিলেন তা নিয়ে এই মুহূর্তে রাজ্য-রাজনীতি উত্তাল । সেদিন বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, "গীতাপাঠের তুলনায় ফুটবল খেলা ভালো যারা বলছেন তাঁরা বামপন্থী প্রোডাক্ট । প্রধানমন্ত্রীর কথা ধার করে বলি বিশ্বকে এর থেকে বড় কিছু আর দেওয়ার নেই বিশ্বেরও এর চেয়ে বেশি কিছু পাওয়ার নেই । বহুদিন ধরে বাংলা এই সনাতন সংস্কৃতির ধারক প্রবাহ ছিল । মাঝে কিছুদিন বাংলা ভক্তি আন্দোলনের থেকে বিচ্যুত হয়েছিল বামপন্থীদের জন্য । অল্প বিদ্যা ভয়ংকরী, এখন যারা বলছেন গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো । তারা বামপন্থী প্রোডাক্ট । আগামী দিনে বাংলা সঠিক পথে যাবে ।"

সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরই প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস ৷ তাঁদের দাবি, এই মন্তব্যের মধ্যে দিয়ে বিবেকানন্দের বাণীকে ("গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে") অসম্মান করা হয়েছে ৷ এতে অসম্মান করা হয়েছে স্বামীজীকেও ৷ অমিত শাহের সফরের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে, এই শহরে এসে শুধুমাত্র দলীয় বৈঠক করলে হবে না । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এটাও স্পষ্ট করতে হবে তিনি তাঁর দলের সভাপতির এই বক্তব্যকে সমর্থন করেন কি না । তৃণমূলের তরফে এক্স (টুইটার) হ্যান্ডেলে মূলত এই বার্তাই তুলে ধরা হয়েছে ।

যদিও বিষয়টি নিয়ে তৃণমূলকে খোলা চ্যালেঞ্জ দিয়েছেন খোদ সুকান্ত মজুমদার ৷ তাঁর বক্তব্য, তিনি বিবেকানন্দকে নিয়ে কিছু বলেননি ৷ তৃণমূল অকারণ এমনটা করছে ৷

আরও পড়ুন :

1 লক্ষ কন্ঠের গীতা পাঠে জমায়েত নিয়ে প্রশ্ন তৃণমূলের, বিতর্ক সুকান্তের টিপ্পনীতেও

2 পৌষমেলায় মুখোমুখি অনুপম হাজরা ও বঙ্গ বিজেপির স্টল ! গোষ্ঠীকোন্দলের কটাক্ষ তৃণমূলের

3 লোকসভা নির্বাচনের আগে পরিযায়ীদের আসা-যাওয়া, অমিত শাহের সফরকে কটাক্ষ মমতার মন্ত্রী ফিরহাদের

Last Updated :Dec 26, 2023, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.