ETV Bharat / state

Kunal Ghosh: পঞ্চায়েতে বিজেপির সঙ্গে জোট কংগ্রেসের, অভিযোগ কুণালের

author img

By

Published : Jun 26, 2023, 1:51 PM IST

Kunal Ghosh
Kunal Ghosh

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে কংগ্রেস জোট করছে বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনি এই নিয়ে টুইট করেছেন সোমবার ৷ সেই টুইটে তিনি এই জোট নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিকে ৷

কলকাতা, 26 জুন: পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোট ! তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের অবশ্যে তেমনটাই দাবি ৷ নিজের দাবির স্বপক্ষে সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন ৷ যে ছবিতে বিজেপি ও কংগ্রেসের জোট প্রার্থীর প্রচারের ব্যানার দেখা যাচ্ছে ৷ আর এই ছবিকে হাতিয়ার করেই কংগ্রেসকে নিশানা করেছেন কুণাল ঘোষ ৷

প্রসঙ্গত, কুণাল যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে যে বাগানগ্রাম গ্রাম পঞ্চায়েতের 250 নম্বর আসে কংগ্রেস ও বিজেপি জোট করে লড়াই করছে ৷ বিজেপির প্রার্থীর নাম শিল্পী বালা ও কংগ্রেসের প্রার্থীর নাম পবিত্র সরকার ৷ ব্যানারে ‘পদ্মফুল’ ও ‘হাত’ প্রতীকে ভোট দেওয়ার আবেদনও রয়েছে ৷

এ দিন সকালে এই ছবিটি টুইট করে কুণাল ঘোষ প্রশ্ন করেছেন, ‘‘আপনি কি এটা দেখতে পাচ্ছেন খাড়গে ?’’ এই প্রশ্নে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ট্যাগও করেছেন ৷ তার পর খাড়গেকে উদ্দেশ্য করে কুণাল লিখেছেন, ‘‘এটাই বাংলায় আপনার দলের রণনীতি ৷ তারা এনডিএ-র শরিকের মতো আচরণ করছে ৷ তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং আপনার দল বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে ৷’’

  • Can u see this @kharge ?
    This is your party's battle strategy in Bengal.
    They are behaving as NDA partner.@AITCofficial is fighting against BJP and your party is trying to give oxygen to BJP.
    First u take decision, who is your enemy? This kind of politics has made congress 0. pic.twitter.com/kj6UjP34Mo

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটের শেষে রাহুল গান্ধির দলের সর্বভারতীয় সভাপতির উদ্দেশ্যে কুণাল লিখেছেন, ‘‘কে আপনাদের শত্রু এই নিয়ে প্রথমে আপনারা সিদ্ধান্ত নিন ? এই ধরনের রাজনীতি কংগ্রেসকে শূন্যে নামিয়ে এনেছে ৷’’

প্রসঙ্গত, গত শুক্রবার বিহারের পটনায় বিজেপি বিরোধীদের বৈঠক হয় ৷ সেই বৈঠক নিয়ে শনিবার কটাক্ষ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অভিযোগ করেছিলেন যে জাতীয়স্তরে এক মঞ্চে হাজির হয়ে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস বুঝিয়ে দিয়েছে যে বাংলায় পঞ্চায়েত নির্বাচনে তারা একে অপরের বিরুদ্ধে ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলছে৷ বাংলায় আসল তৃণমূল বিরোধী হল বিজেপি ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে তৃণমূলের সঙ্গে কংগ্রেস ও সিপিএমের ‘ফ্রেন্ডলি ম্যাচ’ চলছে, পটনার প্রসঙ্গ টেনে কটাক্ষ শুভেন্দুর

কিন্তু কুণাল ঘোষের এই টুইট নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.