ETV Bharat / state

পরিযায়ী শ্রমিক ইশুতে অমিত শাহর চিঠি নিয়ে সরব রাজ্যের শাসক দল

author img

By

Published : May 9, 2020, 7:01 PM IST

ছবি
ছবি

পরিযায়ী শ্রমিক ইশুতে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিঠিতে তিনি লিখেছেন, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার অসহযোগিতা করছে । স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরই সরব হয়েছে রাজ্যের শাসক দল ।

কলকাতা, 9 মে : পরিযায়ী শ্রমিক ইশুতে মুখ্যমন্ত্রীকে দেওয়া অমিত শাহর চিঠি নিয়ে সরব হয়েছেন রাজ্যের তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের সংসদীয় দলের অন্যতম মুখপাত্র ডেরেক ও ব্রায়েন অমিত শাহকে কটাক্ষ করে বলেন, "পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কেন্দ্রীয় সরকার অবিচার করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।" একই ইশুতে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার ও রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম শ্রমিকদের কথা ভাবেন। কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করেননি ।

পরিযায়ী শ্রমিক ইশুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, "পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার অসহযোগিতা করছে।" অমিত শাহর এই অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের তৃণমূল নেতৃত্ব । এবিষয়ে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের অন্যতম মুখপাত্র ডেরেক ও ব্রায়েন বলেন, "চিঠিতে মিথ্যা কথা বলছেন অমিত শাহ। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অবিচার করছেন তিনি। বিভেদের রাজনীতি করছেন ।" ঔরঙ্গবাদের ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলে তাঁর বক্তব্য, "ঔরঙ্গাবাদের পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনার দায় কার? স্বরাষ্ট্রমন্ত্রী হয় ঘুমিয়ে পড়েন, নাহলে মানুষকে বিভ্রান্ত করেন। অমিত শাহর ক্ষমা চাওয়া উচিত।"

পরিযায়ী শ্রমিক ইশুতে কেন্দ্রকে কটাক্ষ করেছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার । তিনি বলেন, "শ্রমিকদের মৃত্যুর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভুক্ত শ্রমিকদের খাবারের কথা ভাবেনি কেন্দ্রীয় সরকার। অথচ ভারত সফরে ট্রাম্প আসায় কোটি টাকা খরচ করেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম শ্রমিকদের কথা ভাবেন। শ্রমিকদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করার বিষয়ে 18 রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি।"

এবিষয়ে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রথম উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। যখন কোনও মুখ্যমন্ত্রী উদ্যোগ নেননি, তখন আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছিলেন। একটা পরিকল্পনাহীন লকডাউন। যার জন্য পরিযায়ী শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। এর দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে, এর দায় নিতে হবে রেলমন্ত্রীকে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.