ETV Bharat / state

Kolkata Corporation Election 2021: পৌর নির্বাচনের সময়সীমা বাড়াতে পারে নির্বাচন কমিশন

author img

By

Published : Nov 26, 2021, 6:53 PM IST

time-limit-of-campaign-for-kolkata-corporation-election-2021-may-get-increased
প্রচরের সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা করছে কমিশন ।

পৌরনিগম নির্বাচনে (Kolkata Corporation Election 2021) প্রচারের সময়সীমা আরও বাড়ানো হতে পারে । শুধুমাত্র কলকাতায় পৌর নির্বাচনের ঘোষণা করা নিয়ে এমনিতেই তোপ দেগে চলেছে বিরোধীরা । তার মধ্যেই নির্বাচন কমিশন সূত্রে এমনই তথ্য সামনে এল ।

কলকাতা, 26 নভেম্বর: কোভিড বিধি মেনে প্রচারের সময় বেঁধে দেওয়া হয়েছিল । তবে পৌরনিগম নির্বাচনে (Kolkata Corporation Election 2021) প্রচারের সময়সীমা (Campaign for Kolkata Corporation Election 2021) আরও বাড়ানো হতে পারে । শুধুমাত্র কলকাতায় পৌর নির্বাচনের ঘোষণা করা নিয়ে এমনিতেই তোপ দেগে চলেছে বিরোধীরা । তার মধ্যেই নির্বাচন কমিশন সূত্রে এমনই তথ্য সামনে এল । কমিশনের (West Bengal Election Commission) তরফে এ নিয়ে শীঘ্রই ঘোষণা হতে পারে ।

বৃহ্স্পতিবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সময় কমিশন জানিয়েছিল, সন্ধ্যা 7টা থেকে সকাল 10টা পর্যন্ত কোনও বড় মিটিং-মিছিল করা যাবে না । তাতে রদবদল ঘটিয়ে রাত 8টা থেকে সকাল 9টা পর্যন্ত বড় মিটিং-মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন ।

আরও পড়ুন: Kolkata Corporation Election 2021: শুক্রবারই কলকাতা পৌর ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল

অন্য দিকে, আগে কমিশন জানিয়েছিল, ভোটগ্রহণের 72 ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে । সেই সময়সীমাও কমিয়ে 48 ঘণ্টা করে দেওয়ার চিন্তাভাবনা করছে কমিশন ।

তবে পূর্বের ঘোষণা মতোই, প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ চালু থাকছে । ছোট ছোট প্রচারেই জোর দিচ্ছে কমিশন, যাতে বেশি জন সমাগম না ঘটে । বড় মিটিং-মিছিল করতে হলে, আগে থেকে জানাতে হবে কমিশনকে । সে ক্ষেত্রে বড় জায়গার ব্যবস্থা করতে হবে ।

আরও পড়ুন: Left Front Candidates for Kolkata Corporation Election 2021: 17 আসন ছেড়ে রেখে কলকাতা পৌরভোটে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.