ETV Bharat / state

Covid Situation in Bengal : তৃতীয় সেন্টিনেল সার্ভেতে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার ইঙ্গিত

author img

By

Published : Jun 6, 2022, 3:43 PM IST

Covid Situation in Bengal
রাজ্যের করোনা পরিস্থিতি

সতর্ক থাকুন ৷ সাবধান হোন ৷ মারণ ভাইরাস এখনও শেষ হয়ে যায়নি ৷ রাজ্যের সেন্টিনেল সার্ভে বলছে, নিঃশব্দে বাড়ছে সংক্রমণ (Covid Situation in Bengal)৷ তাই বাইরে বেরোলে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন ৷

কলকাতা, 6 জুন : দেশ জুড়ে করোনা উদ্যোগের মাঝে রাজ্যের সংক্রমণের স্থিতি জানতে দফায় দফায় সেন্টিনেল সার্ভে করছে রাজ্য সরকার । গত 1 থেকে 3 জুন রাজ্যের সমস্ত জেলায় এই সেন্টিনাল সার্ভে করা হয় । এই নিয়ে তৃতীয়বার । এই সেন্টিনেল সার্ভের রিপোর্টে রাজ্যের বেশ কয়েকটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে (Third Sentinel Survey Indicates that Covid Infections Increase in West Bengal)।

স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, এই মুহূর্তে বসিরহাট-সহ কয়েকটি স্বাস্থ্য জেলায় করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে । স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, বসিরহাট স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট 1.16 শতাংশ । উত্তর 24 পরগনা-সহ আরও চার স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট 0.5 থেকে 1 শতাংশের মধ্যে । এই তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা (0.99 শতাংশ), নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা (0.78 শতাংশ), পশ্চিম বর্ধমান (0.5 শতাংশ) ও পূর্ব মেদিনীপুর (0.73 শতাংশ)। গত সেন্টিনেল সার্ভেতে 0.5 থেকে 1 শতাংশের তালিকায় ছিল মাত্র দুটি জেলা । এবার কিন্তু সেই তালিকা বৃদ্ধি হয়েছে । এর অর্থ সামান্য হলেও রাজ্যে করোনা সংক্রমণের হার বাড়ছে । এই সার্ভেতে দেখা গিয়েছে রাজ্যের 23টি স্বাস্থ্য জেলায় সংক্রমণের হার শূন্য থেকে 0.5 শতাংশের মধ্যেই রয়েছে ।

আরও পড়ুন : Corona in Bollywood : করোনা আক্রান্ত শাহরুখ-ক্যাটরিনা, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের আরোগ্য কামনা মমতার

স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মনে করছেন, এই মুহূর্তে যখন গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই । তবে দরকার সর্তকতা । এক্ষেত্রে যেহেতু খুব ধীরগতিতে হলেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাই প্রয়োজন মাস্ক ব্যবহারের ।

ভবনের তরফ থেকে এই সেন্টিনেল সার্ভে সম্পর্কে জানানো হয়েছে, 1 থেকে 3 জুন প্রায় 11 হাজার 200 স্যাম্পল সংগ্রহ করা হয় ৷ তার উপর ভিত্তি করেই এই সার্ভে হয়েছে । এতে উঠে এসেছে রাজ্যে যে টিকাকরণ কর্মসূচি হয়েছে তা এখনও 60 শতাংশ মানুষের ক্ষেত্রে করোনা ঠেকাতে সক্ষম । মে মাসের সেন্টিনাল সার্ভেতে প্রায় 63 শতাংশ মানুষের মধ্যে টিকাকরণের কার্যকারিতা পাওয়া গিয়েছিল । অতএব টিকার প্রভাব সামান্য কমলেও তা এখনও করোনা ঠেকাতে সক্ষম । তবে এটাও সঠিক যে বর্তমান পরিস্থিতিতে বুস্টার নেওয়ার প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে । কারণ সরকারি টিকাকরণের প্রভাব আস্তে আস্তে কমছে । তবে স্বাস্থ্য দফতরের তরফ থেকে সাধারণ মানুষকে নিজের সুরক্ষার কথা ভেবেই মাস্ক ব্যবহারকে অভ্যাসে পরিণত করার পরামর্শ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Mamata Advises to Wear Mask : করোনা নিয়ন্ত্রণে থাকলেও মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.