ETV Bharat / state

KMC on Tax: বকেয়া করদাতাদের সুদ ও জরিমানায় মিলবে না বিরাট ছাড়, নভেম্বর থেকে চালু নয়া ওয়েভার স্কিম

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 4:17 PM IST

আপনি কি কলকাতা পৌরনিগমের বকেয়া করদাতা ? তাহলে জেনে রাখুন পৌরনিগম আর দীর্ঘদিনের বকেয়া করে সুদ ও জরিমানায় বিপুল ছাড় দেবে না ৷

ETV Bharat
কলকাতা পৌরনিগম

কলকাতা, 1 অক্টোবর: পৌরনিগম এলাকায় বকেয়া করদাতাদের জন্য খারাপ সংবাদ । দীর্ঘদিন বকেয়া কর মেটালে আর সুদ ও জরিমানায় বিপুল ছাড় দেবে না কলকাতা পৌরনিগম । যত বেশি সময় ব্যবধানে কর মেটাবেন বকেয়া করদাতারা ততই কমবে সুদ ও জরিমানার উপর ছাড় মেলার পরিমাণ । নয়া প্রস্তাবিত ওয়েভার স্কিম চালু হতে পারে ৷ আসছে নভেম্বর থেকেই । সম্প্রতি মেয়র পারিষদ বৈঠকে এই নয়া ওয়েভারের প্রস্তাব অনুমোদন মিলেছে । আগামী মাসিক অধিবেশনে পাস হলেই চালু হবে এই স্কিম ।

ফলে আয়ের পরিমাণ খানিকটা বাড়বে বলে আশাবাদী সম্পত্তির কর বিভাগের আধিকারিকরা । এতদিন যে কয় দফা ওয়েভার হত তাতে জরিমানা বাবদ ধার্য টাকা 99 শতাংশ ও সুদ বাবদ ধার্য টাকার একবার 100 শতাংশ ছাড় ও আরেক দফায় 50 শতাংশ ছাড় দেওয়া হয়েছিল । বর্তমান সময় আবেদনের ভিত্তিতে ও মেয়রের ইচ্ছেতে সুদের উপর সব থেকে বেশি 50 শতাংশ পর্যন্ত ছাড় মেলে । কিন্তু বকেয়া করদাতাদের আর অতিরিক্ত সুযোগ দেওয়ার পক্ষে নয় সম্পত্তির কর বিভাগ ।

বরং সময় মতো যাতে কর দেয় ও বকেয়া দ্রুত মিটিয়ে দেয় সেই পথে হাঁটার পক্ষপাতি তারা । তাই আগামী নভেম্বর মাস থেকেই চালু হতে চলেছে নতুন ওয়েভার স্কিম । কলকাতা পৌরনিগম সূত্রে জানা যাচ্ছে, নতুন স্কিমে যত দীর্ঘদিনের বকেয়া তত ছাড় কম সুদ ও জরিমানার উপর । প্রস্তাবিত স্কিমে বলা হয়েছে, দু'বছর পর্যন্ত বকেয়া আছে এমন করদাতারা কর মেটালে জরিমানা 99 শতাংশ ও সুদ 50 শতাংশ মুকুব হবে । দু'বছরের বেশি 5 বছরের কম সময় বকেয়া কর মেটানোর ক্ষেত্রে 75 শতাংশ জরিমানা ও 45 শতাংশ সুদে ছাড় মিলবে ।

5 বছর থেকে 10 বছর বকেয়া আছে এমন কর মেটানোর ক্ষেত্রে করদাতাদের জরিমানার উপর 50 শতাংশ ও সুদের উপর 35 শতাংশ ছাড় মিলবে । 10 বছরের বেশি সময় ধরে বকেয়া কর মেটানোর ক্ষেত্রে জরিমানার উপর 25 শতাংশ ও সুদের উপর 30 শতাংশ ছাড় মিলবে । এই প্রসঙ্গে এক কর্পোরশন আধিকারিক বলেন, "যে করদাতা বকেয়া যত সময় ফেলে রাখবেন তাদের সুদ ও জরিমানায় ছাড় মেলার পরিমাণ তত কমবে । মেয়র পারিষদ বৈঠকে অনুমোদন পেয়েছে এই নয়া প্রস্তাব । এবার মাসিক অধিবেশনে পাস হলেই চালু হবে নয়া নিয়ম । তবে এই প্রস্তাবে মেয়র কিছু বিষয় সংশোধন করতে বলেছেন । ফলে সেটা দ্রুত করে ফেলার সম্ভবনা আগামী সপ্তাহের মধ্যেই ।"

আরও পড়ুন : করদাতাদের জন্য সুখবর, জোকার তিনটি ওয়ার্ডের সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.