ETV Bharat / state

Suvendu Threats of State Immobility: পৌরভোটে বেচাল হলে রাজ্য অচলের হুমকি শুভেন্দুর

author img

By

Published : Dec 17, 2021, 7:05 AM IST

Updated : Dec 17, 2021, 7:37 AM IST

কলকাতা পৌরভোটে কোনওরকম বেচাল হলে রাজ্য অচলের হুমকি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Threats of State Immobility)। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে আক্রমণাত্মক ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Threat of State Immobility
পৌরভোটে বেচাল হলে রাজ্য অচলের হুমকি শুভেন্দুর

কলকাতা, 16 ডিসেম্বর: কলকাতা পৌরভোটে কোনওরকম বেচাল হলে রাজ্য অচলের হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP leader Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে আক্রমণাত্মক ছিলেন বিরোধী দলনেতা। তিনি স্পষ্ট বলেন, " ভোট লুট হলে রাজ্যজুড়ে প্রতিক্রিয়া হবে। দলের কেউ আক্রান্ত হলে প্রতিক্রিয়া হবে। কর্মীদের প্রস্তুত থাকতেও বলা হয়েছে। বেলা 10টার পর বাংলা অচল করে দেব। "

পৌরভোটে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ হওয়ার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "হাইকোর্ট দায়িত্বটা রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে দিল। এখন সেনা নামাক, আধাসামরিক বাহিনী নামাক আর সিভিক ভলান্টিয়ার নামাক ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করানোর দায়িত্ব ওদের। করতে পারবে বলে আমাদের ভরসা নেই। " কেন তিনি এমন বলছেন ? শুভেন্দুর দাবি, রাজ্য নির্বাচন কমিশন নবান্নের 14 তলার নির্দেশে চলে। কমিশনার মুখ্যমন্ত্রীর দাক্ষিণ্যে চাকরিতে 'এক্সটেনশন' পেয়েছেন। উনি উপকৃত। এরপরেই তিনি হুঁশিয়ারি দেন, ভোট পরবর্তী হিংসায় বিজেপির কর্মীরা মার খেয়েছেন, আমাদের মগরাহাটের প্রার্থী মানস সাহা শহিদ হয়েছেন। 5 মাস আগে যে আসনে জিতেছি সেখানেই উপনির্বাচনে হারলাম 1 লক্ষ 63 হাজার ভোটে। ভবানীপুরে ভোট লুট হয়েছে। ভোটের নামে প্রহসন হয়েছে। কিন্তু কলকাতা পৌরভোটে বিজেপি বসে বসে মার খাবে না।

পৌরভোটে বেচাল হলে রাজ্য অচলের হুমকি শুভেন্দুর

আরও পড়ুন: শিয়রে পৌরভোট, তিলোত্তমার নিরাপত্তায় ফাঁক রাখতে নারাজ লালবাজার

নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, "বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটের দিন পার্টি অফিসে থাকার জন্য। যদি সেদিন আমাদের কোনও প্রার্থীকে হেনস্থা করা হয় সকালে কোনও এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়, বুথ দখল করা হয়, ভুয়ো ভোট দেওয়া শুরু হয় তাহলে বেলা 10 টার পর বিজেপি বাংলা অচল করে দেবে। আমাদের বিধায়কদের হাওড়া ও বিধাননগরের বিভিন্ন কেন্দ্রে থাকতে বলা হয়েছে। এমন ঘটনার খবর পেলেই আমরা রাজ্য নির্বাচন কমিশনের দিকে মিছিল করে এগোব। কমিশন অবধি পৌঁছতে পারলে, দফতর ঘেরাও করব। তা না-হলে যেখানে পুলিশ আমাদের আটকাবে সেখানেই রাস্তায় বসে অবরোধ করব।"

Last Updated : Dec 17, 2021, 7:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.