ETV Bharat / state

Suvendu Adhikari: ডেট-মাস বদল হবে, কিন্তু সালটা বদল হবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

author img

By

Published : Dec 21, 2022, 8:18 PM IST

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

বুধবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে প্রতিবাদ সভা করে বিজেপি (BJP) ৷ যে সভার মূল বক্তা ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ ওই সভা থেকেই আরও একবার হুঁশিয়ারি দেন তিনি ৷ জানান, ডেট ও মাস বদল হলেও সালটা বদল হবে না ৷

পূর্ব মেদিনীপুরের কাঁথির সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাষণ

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 21 ডিসেম্বর: ডিসেম্বরে কী হবে ? সাম্প্রতিক কালে বঙ্গ রাজনীতিতে ছিল এটা সবচেয়ে বড় প্রশ্ন ৷ কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ডেডলাইন মেনে এখনও ডিসেম্বরে বঙ্গ রাজনীতিতে বড় কোনও ঘটনা ঘটেনি ৷ ফলে আদৌ কি তা হবে ? এখন এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে নন্দীগ্রামের (Nandigram) বিধায়ককে ৷

সেই কারণেই সম্ভবত বুধবার পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কাঁথির জনসভা থেকে বিজেপির (BJP) এই নেতা আরও একবার তৃণমূলকে (Trinamool Congress) হুঁশিয়ারি দিতে নতুন ডেটলাইন সামনে আনলেন ৷ বললেন, ‘‘ডেট, মাস বদল হবে ৷ কিন্তু সালটা বদল হবে না ।’’ একই সঙ্গে জানালেন যে আগামী বছর রাজ্যবাসীর ভালো যাবে ৷ তাঁরা যা চাইছেন, তাই পাবেন ৷

শুভেন্দু অধিকারীর মুখে যখন প্রথমবার ডিসেম্বর ডেডলাইনের কথা শোনা গিয়েছিল, তখনই প্রশ্ন উঠেছিল যে তাহলে কি তৃণমূলের সরকার ফেলে দেওয়ার ছক কষছে বিজেপি ৷ এদিন শুভেন্দুর অবশ্য দাবি, এমন কোনও পরিকল্পনা তাঁদের নেই ৷ এদিন তিনি জানিয়েছেন, ভোট জিতে বিজেপি বাংলায় সরকার তৈরি করবে ৷ ডাবল ইঞ্জিন সরকার হবে ৷ তখন উত্তরপ্রদেশ, গুজরাতের মানুষের মতো বাংলার মানুষও ভালো থাকবেন ৷ একই সঙ্গে তিনি উত্তরপ্রদেশের বুলডোজার প্রসঙ্গও টেনেছেন নিজের ভাষণে ৷ জানিয়েছেন, উত্তরপ্রদেশে যেভাবে বুলডোজার চলে, বাংলায় বিজেপির সরকার এলেও একই ভাবে বুলডোজার চলবে ৷

প্রসঙ্গত গত 3 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ ওই সভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি ৷ আক্রমণ শানান বিজেপির বিরুদ্ধেও ৷ তারই প্রতিবাদে এদিনের সভা ডাকা হয় বিজেপির তরফে ৷ ওই সভার মূল বক্তা ছিলেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে, হুঁশিয়ারি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.