ETV Bharat / state

Suvendu Adhikari: উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে, হুঁশিয়ারি শুভেন্দুর

author img

By

Published : Dec 21, 2022, 4:46 PM IST

Updated : Dec 21, 2022, 5:42 PM IST

গত 3 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তারই পালটা বুধবার একই জায়গায় সভা করে বিজেপি (BJP) ৷ মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 21 ডিসেম্বর: অপরাধ দমনে অভিযুক্তদের বাড়িতে বুলডোজার চালাতে সিদ্ধহস্ত উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার ৷ বাংলায় বিজেপির (BJP) সরকার তৈরি হলে একই ভাবে বুলডোজার চালানো হবে এই রাজ্যেও ৷ বুধবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বললেন, ‘‘উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে ৷’’ একই সঙ্গে তাঁর বার্তা, ‘‘উত্তরপ্রদেশ গুজরাতের মতো ভালো থাকবে পশ্চিমবঙ্গ ৷’’

এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপির জনসভা ছিল ৷ সেই জনসভার মূলবক্তা ছিলেন শুভেন্দু অধিকারী ৷ মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি আক্রমণ শানিয়েছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে ৷ তাঁর অভিযোগ, কাঁথির এই সভা আটকানোর জন্য চক্রান্ত হয়েছিল ৷ কিন্তু কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য ৷

একই সঙ্গে তিনি আরও একবার পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক লোকসভা আসন বিজেপি জিতবে বলে দাবি করেন ৷ তাঁর কথায়, ওই দুই আসন তিনি বিজেপির একজন কর্মী হিসেবে উপহার দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কাঁথি ও তমলুকে 2019 সালে জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ কাঁথির সাংসদ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ৷ আর তমলুকের সাংসদ শুভেন্দুর দাদা দিব্যেন্দু অধিকারী ৷ শিশির অধিকারীর বিরুদ্ধে সাংসদ পদ খারিজ নিয়ে সরব তৃণমূল ৷ আর দিব্যেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে 2021 এর বিধানসভা নির্বাচন থেকেই ধোঁয়াশা রয়েছে ৷

এই পরিস্থিতিতে শুভেন্দুর এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে ৷ তাহলে কি ভোটের আগে বিজেপিতেই দেখা যাবে শিশির-দিব্যেন্দুকে ? যদিও এই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷

অন্যদিকে শুভেন্দু বিজেপির তরফে তিনটি লক্ষ্যের কথা উল্লেখ করেছেন এদিনের সভা থেকে ৷ তিনি বলেন, ‘‘আমরা চাই মেধাযুক্ত ঘুষমুক্ত বেকারদের কর্মসংস্থান ৷ কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা ৷’’ একই সঙ্গে ‘রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ’ও তাঁরা চান বলেও শুভেন্দু জানিয়েছেন ৷ এছাড়া কর্মীদের গণ আন্দোলন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ৷

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সাধারণ মানুষকে সজাগ হতে বলেছেন বিরোধী দলনেতা ৷ আবাস যোজনায় দুর্নীতি হলে মণ্ডল সভাপতির মাধ্যমে নামের তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘টাকা ফেরত পাঠানোর দায়িত্ব আমাদের ৷’’

একই তিনি জানিয়েছেন, আবাস যোজনায় 2018 সালের খসড়া তালিকায় নাম না থাকলে, নাম অন্তর্ভুক্ত হবে না৷ এর সমাধান হল, পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতাতে হবে ৷ তৃণমূল যেসব যোগ্যদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দিয়েছে, বিজেপি পঞ্চায়েতে ক্ষমতায় এলে 2024 সালের লোকসভা ভোটের আগে তাঁদের আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়া হবে ৷

সাম্প্রতিক সময়ে ডিসেম্বরে বড় কিছু ঘটার বার্তা বারবার শুভেন্দুকে দিতে দেখা গিয়েছে ৷ এদিন আবারও তিনি জানিয়েছেন যে মাস-তারিখ বদলে যেতে পারে ৷ কিন্তু তৃণমূলের (Trinamool Congress) দুর্নীতিগ্রস্তদের জেলে যেতেই হবে ৷ পাশাপাশি নাম না করে কটাক্ষ করেছেন অনুব্রত মণ্ডলকে ৷ বলেছেন, ‘‘ডিসেম্বরে তিহাড়ে যাওয়ার রাস্তা খুলে গিয়েছে ৷’’

একই সঙ্গে তাঁর সংযোজন, ডিসেম্বর মাসে হাজারে হাজারে ভুয়ো চাকরি যাবে ৷ জানুয়ারিতে চাকরি হারানো ব্যক্তিরা টাকা চাইতে যাবেন কালীঘাটে ৷ এদিনের কর্মসূচির শেষে পরবর্তী সভার দিনক্ষণ জানিয়েছেন শুভেন্দু ৷ জানিয়েছেন, আগামী 7 জানুয়ারি নেতাই দিবসে তিনি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সভা করবেন ৷

আরও পড়ুন: নরেন্দ্র মোদিকে কাঁথি লোকসভা উপহার দেবেন, দিল্লি থেকে ফিরে বললেন শুভেন্দু

Last Updated : Dec 21, 2022, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.