ETV Bharat / state

Suvendu Adhikari: 'প্রার্থী আগে থেকে ঠিক করা, বৈঠক সরকারি প্রহসন', মমতার সঙ্গে দেখা করলেন না শুভেন্দু

author img

By

Published : Feb 15, 2023, 1:41 PM IST

Updated : Feb 15, 2023, 2:16 PM IST

বুধবার বিধানসভায় রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক ছিল ৷ এর জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু বৈঠকের কিছুক্ষণ আগে নন্দীগ্রামের বিধায়ক জানিয়ে দিলেন, তিনি আসেছেন না (Suvendu Adhikari turns down meeting in Assembly) ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

কলকাতা, 15 ফেব্রুয়ারি: অতীতেও এই নিয়ে বৈঠক এড়িয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একইভাবে বুধবার রাজ্য বাজেট ঘোষণার দিন মুখ্য তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বৈঠকটি এড়ালেন তিনি ৷ এই কমিশনার নিয়োগ নিয়ে বুধবার দুপুর সাড়ে বারোটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল শুভেন্দুর ৷ তার কিছুক্ষণ আগে টুইট করে বিরোধী দলনেতা জানিয়ে দিলেন, তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন না ৷

প্রসঙ্গত, তাঁকে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, কমিশনার (State Chief Information Commissioner) নিয়োগ সংক্রান্ত বৈঠকে তিনি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা । রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বি পি গোপালিকাকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "এ বিষয়টি আপনারাও জানেন, কোনও বৈঠকের নোটিসের সঙ্গে তার আলোচ্যসূচি (Agenda) এবং প্রাসঙ্গিক নোট (Agenda Notes) পাঠিয়ে দেওয়া হয় ৷ সেগুলি বৈঠকে টেবল করা হয় না ৷ দুর্ভাগ্যবশত, আমি বৈঠকের নোটিশের সঙ্গে তেমন কোনও নথিপত্র পাইনি ৷ শুধুমাত্র একটা তালিকায় প্রার্থীদের নাম ও তাঁদের সম্পর্কে মন্তব্য (Sundry Comments) দেখতে পেলাম ৷" এছাড়া বৈঠকে না-থাকার আরেকটি কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, "এই তালিকা দেখে মনে হচ্ছে, জাতীয় স্তরের সংবাদমাধ্যমে এর বিজ্ঞপ্তি ভালো করে দেওয়া হয়নি ৷ এবং আগে থাকতেই কমিশনার পদপ্রার্থীকে নির্বাচিত করে রাখা হয়েছে ৷ তাই এই বৈঠক নিছক একটা প্রহসনমূলক সরকারি আমন্ত্রণ ৷"

  • I have declined the invitation to join the Committee Meeting for appointing the State Chief Information Commissioner, as because the advertising guidelines for inviting applications have been violated, reducing it to a farcical process to approve an already pre-decided Candidate. pic.twitter.com/CAEqFDZgGf

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বুধে ফের মুখোমুখি মমতা-শুভেন্দু !

শাসক দলের পক্ষ থেকে যদিও বলা হয়েছে, প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতার উপস্থিতিতে এই বৈঠক হওয়ার কথা ৷ শুভেন্দু অধিকারী না-এলে পরবর্তী তথ্য কমিশনার নিয়োগে উপস্থিত সদস্যদের সংখ্যার নিরিখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তা রাজ্যপালের কাছে পাঠানো হবে ৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগেও মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়ে দু'বার বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে ৷ দু'বারই বিরোধী দলনেতার আপত্তিতে বৈঠক ভেস্তে যায় ৷ তথ্য কমিশনার পদের জন্য 15 জনের আবেদন জমা পড়েছিল ৷ তাঁদের মধ্যে দু'জনের আবেদন বয়সজনিত কারণে বাতিল হয়েছে ৷ বাকি প্রার্থীদের মধ্যে থেকে একজনকে তথ্য কমিশনার হিসেবে বেছে নেওয়ার কথা ৷ মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়ে রাজ্যের সিদ্ধান্ত শেষ পর্যন্ত রাজভবন কি মেনে নেবে, প্রশ্ন এখন সেটাই ৷

Last Updated :Feb 15, 2023, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.