ETV Bharat / state

KMC Election 2021: পৌরভোটে ইস্তাহার নয় শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল, কটাক্ষ শুভেন্দুর

author img

By

Published : Dec 11, 2021, 9:48 PM IST

তৃণমূলের ইস্তাহারকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর (suvendu adhikari criticises TMC) ৷ বললেন, ইস্তাহার নয়, শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল ৷

KMC Election
পৌরভোটে ইস্তাহার নয় শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল, কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 11 ডিসেম্বর : "সাড়ে 16 বছর কলকাতা পৌরনিগমের প্রশাসন চালানোর পর ইস্তাহার নয়, শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল। ইস্তাহার প্রকাশের অধিকার নেই ওদের ৷ ওদের ইস্তাহারের কাগজ আস্তাকুড়ে ফেলে দেওয়া ছাড়া আর কোনও মূল্য আছে বলে আমি মনে করি না ৷" কলকাতা পৌরনিগমের নির্বাচন উপলক্ষে তৃণমূলের ইস্তাহার প্রকাশকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari criticises TMC) ৷

শনিবারই কলকাতা পৌরনিগমের নির্বাচনের (Kolkata Municipal Corporation Election) জন্য নিজেদের ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল ৷ 'কলকাতার 10 দিগন্ত' বলে এক পোশাকি নামও দেওয়া হয়েছে এই ইস্তাহারের ৷ রয়েছে একাধিক প্রতিশ্রুতিও ৷ ঘাসফুল শিবিরের এই প্রতিশ্রুতিকেই এদিন পাল্টা তাদের বিরুদ্ধে ব্যবপার করেছেন শুভেন্দু ৷ বলেছেন, "2005 সাল থেকে তৃণমূল কংগ্রেস কলকাতা পৌরনিগম চালাচ্ছে। তারা 15 বছরের নির্বাচিত বোর্ড আর দেড় বছর প্রশাসক দিয়ে পৌরনিগম চালিয়েছে। এখন শ্বেতপত্র প্রকাশ করতে হবে ইস্তাহার নয় ৷ এর আগের নির্বাচনগুলিতে তৃণমূল যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কতটা পূরণ হয়েছে সেই খতিয়ান আগে দিক ৷"

পৌরভোটে ইস্তাহার নয় শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল, কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন : TMC Manifesto for KMC Election 2021 : পৌরভোটে তৃণমূলের ইস্তেহারে ‘কলকাতার 10 দিগন্ত’

শুভেন্দু অধিকারীর প্রশ্ন, "কেন কলকাতায় খোলা ম্যানহোলে এখনও মানুষ মারা যান ? দু'ঘণ্টার বৃষ্টিতে কলকাতা কেন টেমস নদীতে পরিণত হয় ? কেন জল জমে তার উত্তর তৃণমূলকে দিতে হবে। তৃণমূলকে উত্তর দিতে হবে সিএসসির ইউনিট কেন ছয়-আট-দশ গুণ বৃদ্ধি পেয়েছে। পুরসভা কেন উন্নয়নের নামে সাধারণ মানুষের থেকে বেশি কর নিচ্ছে ? বস্তিবাসীরা কেন বাড়ির মালিকানা পাননি ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.