ETV Bharat / city

TMC Manifesto for KMC Election 2021 : পৌরভোটে তৃণমূলের ইস্তেহারে ‘কলকাতার 10 দিগন্ত’

author img

By

Published : Dec 11, 2021, 4:45 PM IST

Updated : Dec 11, 2021, 7:02 PM IST

আগামী 19 নভেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) ৷ ভোটের জন্য শনিবার ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস ৷ সেখানে 'কলকাতার 10 দিগন্ত' বলে একটি প্রকল্পের কথা বলা হয়েছে ।

tmc release manifesto for kmc election 2021
TMC Manifesto for KMC Election 2021 : উন্নততর কলকাতার প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ তৃণমূলের

কলকাতা, 11 ডিসেম্বর : পৌর নির্বাচনের ইস্তেহারে উন্নততর কলকাতা তৈরির প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস । শনিবার এই ইস্তেহার প্রকাশ করে শাসকদল (tmc release manifesto for kmc election 2021) ৷ তারপর দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, ‘‘ইস্তেহার হচ্ছে দলের সম্পদ । যেখানে কাজ শেষ হয়েছিল । সেখান থেকেই কাজ শুরু হবে ।’’

তৃণমূলের ইস্তেহারে 'কলকাতার 10 দিগন্ত' নামে একটি প্রকল্পের কথা বলা হয়েছে । এছাড়া নারীদের জন্য পৃথক টয়লেট, অতিরিক্ত পাম্প, ডায়গনস্টিক সেন্টার, ডেঙ্গু নির্ধারণ কেন্দ্র তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে ।

তাছাড়া মহানগরের নিকাশি ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে । কলকাতায় 200টি অতিরিক্ত পাম্প বসানো হবে বলেও এদিন দাবি করেন সুব্রত বক্সী ।

এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, তাপস রায়, মালা রায়ের মতো হেভিওয়েট নেতারা উপস্থিত ছিলেন । এছাড়া ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

ডেঙ্গি নিয়ে বারবার নাজেহাল হতে হয় কলকাতা পৌরসভাকে । মশাবাহিত এই রোগের ঠ্যালায় প্রাণ গিয়েছে বহু মানুষের । তাই তৃণমূলের ইস্তেহারেও ডেঙ্গি রোধের বিষয়টি নিয়ে নানা পরিকল্পনা উল্লেখ করা হয়েছে ৷ জানানো হয়েছে, কলকাতা পুরসভায় ক্ষমতায় এলেই 30টি ডেঙ্গি নির্ধারণ কেন্দ্র করা হবে । যাতে দ্রুত ডেঙ্গি আক্রান্তদের রিপোর্ট পাওয়া যায় ও সেইমতো চিকিত্‍সা করানো যায় ।

একুশের বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটারকেই হাতিয়ার করে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প ঘোষণা করে তৃণমূল কংগ্রেস । এরপরেই ভোটের ফলে দেখা যায় তৃণমূলের ঘরে এসেছে মহিলা ভোটারদের বড় অংশ । এবার কলকাতা পুরভোটেও হাতিয়ার মহিলারাই । তাই তাঁদের জন্য আলাদা শৌচালয় বানানোর প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস ।

পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক

এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতা শহরের সুলভ শৌচালয়গুলিতে পুরুষ ও মহিলারা ব্যবহার করেন ৷ কিন্তু তৃণমূল শুধু মহিলাদের জন্য শৌচালয় তৈরির প্রতিশ্রুতি দিল ৷

এছাড়াও উন্নততর স্বাস্থ্য পরীক্ষা ও ভাল রাস্তা গড়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস । পুরভোটে তৃণমূল পুরবোর্ড ক্ষমতায় এলে এই সমস্ত প্রতিশ্রুতি পালন করা হবে বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ।

আরও পড়ুন : Star campaigner for KMC Election : তালিকায় দুই কেন্দ্রীয় মন্ত্রী, পৌরভোটে বিজেপির প্রচারে থাকছে একঝাঁক তারকা মুখ

এক নজরে কলকাতা পৌরসভায় তৃণমূলের ইস্তেহার -

  • শহরজুড়ে মসৃণ রাস্তা
  • নিকাশি ব্যবস্থায় জোর, বসবে 200টি অতিরিক্ত পাম্প
  • শহরের প্রতি কোণায় পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল
  • মহিলাদের জন্য প্রতি ওয়ার্ডে শৌচালয়
  • তৈরি হবে নাইট শেল্টার
  • প্রতি ওয়ার্ডে তৈরি হবে কমিউনিটি সেন্টার
  • নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে বিশেষ সেল
  • স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়নে জোর
  • তৈরি হবে ডায়াগনস্টিক সেন্টার, 30টি ডেঙ্গু নির্ধারণ কেন্দ্র
  • পার্ক, বাজার, ঘাটের উন্নয়নে জোর
Last Updated :Dec 11, 2021, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.