ETV Bharat / state

Sujan slams Anubrata: পুলিশি ঘেরাটোপে বৈঠক মুখ্য়মন্ত্রীর মস্তিষ্কপ্রসূত, মমতা-অনুব্রতকে একযোগে বিঁধলেন সুজন

author img

By

Published : Mar 7, 2023, 10:58 PM IST

Etv Bharat
Etv Bharat

শক্তিগড়ে খেতে নেমে তিন আগন্তুকের সঙ্গে গল্পে মেতেছিলেন অনুব্রত মণ্ডল । তারপরেই সুর চড়িয়েছে বিরোধী দলগুলি (Sunjan Chakraborty slams Anubrata Mondal )।

কলকাতা, 7 মার্চ: বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল 'প্রভাবশালী' । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়ার পর আদালতে মামলা চলাকালীন এই প্রভাবশালী তত্ত্ব বহুবার খাড়া করা হয়েছে । মঙ্গলবার আসানসোল জেল থেকে কলকাতার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার করতে আসার সময় বর্ধমানের শক্তিগড়ে প্রাতঃরাশ সারেন অনুব্রত মণ্ডল । সেই আঘঘণ্টার ব্রেকফাস্ট পর্বে তিন তৃণমূল নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন অনুব্রত মণ্ডল । তারপরেই সুর চড়িয়েছে বিরোধী দলগুলি । তাদের অভিযোগ, অনুব্রত মণ্ডল আদতেই প্রভাবশালী এবং রাজ্য পুলিশ আইন মাফিক কাজ করছে না (Sunjan Chakraborty slams Anubrata Mondal) ।

পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটির অভিযোগ, শক্তিগড়ের আধ ঘণ্টার ওই বৈঠক 100 শতাংশ বেআইনি । বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যে সত্যিই প্রভাবশালী তা আজকের ঘটনা থেকে আবার প্রমাণিত হয়েছে বলেই দাবি করা হয়েছে তাদের তরফে । শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলকে রাজ্য ছাড়তে হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ভয় পেয়ে গিয়েছেন বলেও সিপিএমের অভিযোগ ।

সিপিএম রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন । অনুব্রত বাঘ, অনুব্রত বীর । সেই অনুব্রতকেও শত চেষ্টা করেও আটকে রাখা যাচ্ছে না । শেষমেষ তাঁকে দিল্লিতে নিয়ে যেতে হচ্ছে । তা সহ্য করতে পারছেন না মুখ্যমন্ত্রী । তাঁকে যে পুলিশি ঘেরাটেপে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যেও বেআইনি কাজ । পুলিশে ঘেরাটোপে অনুব্রত আসছেন, চার ঘণ্টার পথের মাঝেও ব্রেকফাস্টের জন্য শক্তিগড়ে ল্যাংচার দোকানে দাঁড়ানো হল । যে দোকানে কি না তৃণমূলের নেতারা হাজির । পুলিশ ওখানে কী করছিল ।"

আরও পড়ুন: দিল্লির পথে অনুব্রত ! গরু চোর কটাক্ষে কলকাতা ছাড়লেন 'বীরভূমের বাঘ'

তাঁর অভিযোগ, রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশনেই এই বৈঠক হয়েছে । কারণ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল থাকতে পারছেন না । তাঁর অবর্তমানে মুখ্যমন্ত্রী বীরভূম জেলার দায়িত্ব নিয়েছেন । তাই কেষ্ট মণ্ডল কী ইন্সট্রাকশন দেন, তার জন্য পুলিশি ঘেরাটপে গোপন বৈঠক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.