Bengal Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

author img

By

Published : Mar 15, 2023, 12:37 PM IST

Updated : Mar 15, 2023, 1:04 PM IST

Bengal Recruitment Scam

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক সন্দেহভাজনকে ইতিমধ্য়ে গ্রেফতার করেছে সিবিআই (CBI) ৷ সেই মামলায় এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷

কলকাতা, 15 মার্চ: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Recruitment Scam) কালীঘাটের কাকুকে তলব করল সিবিআই ৷ সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাঁর বেহালার বাড়িতে সিবিআইয়ের নোটিশ পৌঁছায় ৷ আজ, বুধবারই সুজয়কৃষ্ণ ভদ্র (Sujoy Krishna Bhadra) নামে ওই ব্যক্তিকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে গিয়ে হাজিরা দেওয়ার কথা লেখা ছিল ওই নোটিশে ৷

সেই মতো এদিন সকালেই সুজয়কৃষ্ণ হাজির হন সিবিআইয়ের দফতরে (Kalighater Kaku Appeared before CBI) ৷ তাঁর সঙ্গে দু’জন আইনজীবীও রয়েছেন ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে নিজাম প্যালেসের 15 তলায় তাদের অফিসে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ‘কালীঘাটের কাকু’কে জেরা শুরু করেছে ৷

প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় মাস দু’য়েক আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) গ্রেফতার করে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ৷ গ্রেফতারির পর আদালতে যাওয়া-আসার সময় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন কুন্তল ৷ সেই তালিকায় ছিল এই কালীঘাটের কাকুর নামও ৷ অভিযোগ, নিয়োগ দুর্নীতির টাকার একটা অংশ কালীঘাটের কাকুর ব্যাংক অ্যাকাউন্টেও গিয়েছে ৷ তিনি আসলে মাধ্যম ছিলেন ৷ তাঁর মাধ্যমে টাকা রাজ্যের একাধিক প্রভাবশালীর কাছে পৌঁছে যেত ৷

সিবিআই সূত্রে খবর, গোয়েন্দারা জানতে চান যে নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে এই সুজয়কৃষ্ণের ঠিক কী সম্পর্ক রয়েছে ? তাঁর কাছে টাকা কি আদৌ গিয়েছিল ? যদি তিনি টাকা নিয়ে থাকেন, তাহলে কেন নিয়েছেন ? কোন কোন প্রভাবশালীর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে ? সেই প্রভাবশালীদের কাছে কি তিনি নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে দেওয়ার কাজ করতেন ?

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে ৷ ইতিমধ্যে অনেকে গ্রেফতারও হয়েছেন ৷ সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন হুগলির আরেক যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee), মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)-সহ একাধিক হেভিওয়েট গ্রেফতার হয়েছে ৷ ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, এই দুর্নীতে আরও অনেক প্রভাবশালী জড়িয়ে রয়েছেন ৷ এখন দেখার কালীঘাটের কাকুকে জেরা করে আর কোনও প্রভাবশালীর নাম তদন্তকারীদের হাতে আসে কি না !

আরও পড়ুন: কুন্তলের 75টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ ! হোটেলেও কোটি কোটি টাকা বিনিয়োগ

Last Updated :Mar 15, 2023, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.