ETV Bharat / state

ফরোয়ার্ড ব্লকের দ্বিমুখী অবস্থান নিয়ে প্রশ্ন আলিমুদ্দিনের অন্দরে

author img

By

Published : Jun 13, 2021, 9:31 PM IST

ফরোয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ইতিমধ্যে তাদের দলের অবস্থান জানিয়েছেন । যা সাময়িক স্বস্তি আলিমুদ্দিন স্ট্রীটে দিয়েছে ।

Left Front West Bengal
ফাইল ছবি

কলকাতা, 13 জুন : ফরোয়ার্ড ব্লক বামফ্রন্টে থাকার ব্যাপারে নিশ্চয়তা দিলেও সংযুক্ত মোর্চার বাকি দুই শরিক সঙ্গ ত্যাগ করার দাবি করেছে । কারণ বামফ্রন্টের একলা চলার নীতি প্রত্যাবর্তনের পক্ষে যথেষ্ট । কোনও ক্রাচ দরকার নেই । ফরোয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ইতিমধ্যে তাদের দলের অবস্থান জানিয়েছেন । যা সাময়িক স্বস্তি আলিমুদ্দিন স্ট্রীটে দিয়েছে । অন্য প্রশ্ন সামনে নিয়ে এসে সিপিএম এবার ফরোয়ার্ড ব্লকের দ্বিচারিতার দিকে আঙ্গুল তুলতে চাইছে ।

মঙ্গলবার বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে । সিপিএম এখনও ফরোয়ার্ড ব্লকের বার্তা নিয়ে তাদের প্রতিক্রিয়া দেয়নি । তবে রাজ্য কমিটির এক সদস্য বলছেন,"পুরো বিষয়টি বামফ্রন্টের বৈঠকে আলোচনা হবে । নতুন সপ্তাহের শেষে 19 ও 20 জুন রাজ্য কমিটির বৈঠক রয়েছে ।তাই এখনই কোনও সিদ্ধান্তে পৌছনোর জায়গা আসেনি ।"

এদিকে ফরোয়ার্ড ব্লকের অবস্থান এবং তাদের বার্তা নিয়ে বামফ্রন্টের মধ্যে প্রশ্ন উঠেছে । কারণ, অতীতের উদাহরণ টেনে তাঁরা বলছেন, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস থাকাকালীন কংগ্রেসকে সঙ্গে করে আন্দোলনের স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব বিমান বসুদের কাছে নিয়ে গিয়েছিলেন নরেন চট্টোপাধ্যায়রা । আবার বাজার অর্থনীতির প্রবক্তা কংগ্রেসকে নিয়ে কেরালায় ইউডিএফে শরিক ফরোয়ার্ড ব্লক । বামফ্রন্টের মধ্যে সিপিএমের দাদাগিরির অভিযোগ শরিকদের বহুদিনের । বর্তমান অবস্থায় চাপের খেলায় হয়ত আলিমুদ্দিন স্ট্রীট বনাম ফ্রন্টের অন্য শরিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.