ETV Bharat / state

St. Xavier's University: বিতর্কের মাঝেই নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করার পথে সেন্ট জেভিয়ার্স

author img

By

Published : May 18, 2023, 4:28 PM IST

Etv Bharat
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, চলতি শিক্ষা বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় শিক্ষানীতির নিয়মকে কার্যকর করতে চলেছে ৷ এবং সেই অনুযায়ী পাঠ্যক্রমও চালু করতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলকাতা, 18 মে: রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু করা হবে কি না, তা নিয়ে চলছে জোর কদমে তরজা। এরই মধ্যে এবার চার বছরের ডিগ্রি কোর্স করানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতার অন্যতম নামজাদা শিক্ষাপ্রতিষ্ঠান ৷ সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে ডিগ্রি কোর্সের মেয়াদ চার বছরের জন্য করা হচ্ছে ৷ যেখানে রাজ্যের শিক্ষা দফতর জাতীয় শিক্ষানীতির বিরোধীতায় সরব, সেখানে সেন্ট জেভিয়ার্সের মতো রাজ্যের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় শিক্ষানীতিকে কার্যত মেনে নেওয়ায় নতুন করে যে জল্পনা শুরু হবে রাজ্যের শিক্ষা মহলে, তা বলার অপেক্ষা রাখে না ৷

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় শিক্ষানীতিকে কার্যকর করতে চলেছে ৷ সেই অনুযায়ী পাঠক্রমও চালু করতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এবার থেকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে শুরু হবে চার বছরের স্নাতক কোর্স। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে একটি নির্দেশিকাও দেওয়া হয়েছে এই মর্মে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন বছর পড়ার পর দু'বছরের স্নাতকোত্তর ডিগ্রির জন্যও পঠনপাঠন করা যাবে। আবার চার বছরে স্নাতক হয়ে এক বছরের স্নাতকোত্তর কোর্সও থাকবে। চাইলে চার বছরে অনার্স-সহ স্নাতক হয়ে সরাসরি পিএইচডি-ও করতে পারবেন পড়ুয়ারা।

জাতীয় শিক্ষানীতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে পর্যাচলনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তাঁরা সমস্ত বিষয় দেখে চার সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেবে। তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি জাতীয় শিক্ষানীতি নিয়ে। অন্যদিকে রাজ্যে শাসকদল ঘনিষ্ঠ শিক্ষকদের একাংশ বারবার পথে নামছে এই জাতীয় শিক্ষানীতি বিরুদ্ধাচরণ করে। সেই পরিস্থিতিতে রবীন্দ্রজয়ন্তীতে চলতি বছর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পা রেখে জাতীয় শিক্ষানীতির স্বপক্ষে জোড়াল সওয়াল করেন। তিনি জানিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এই জাতীয় শিক্ষানীতি তৈরি করেছেন।

এর মধ্যেই শহর কলকাতার নামজাদা এই বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষানীতি লাগু করার সিদ্ধান্ত নিল। তবে শুধুমাত্র সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় নয় শহরের অন্য আরও একটি বিশ্ববিদ্যালয় সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়েও শুরু হচ্ছে এই জাতীয় শিক্ষানীতি। তবে এখনও পাকাপাকিভাবে কোনও বন্দোবস্ত করা হয়েছে কি না, তা জানা যায়নি। যদিও সম্প্রতি ও বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই নিয়ে মুখ খুলে ছিল ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো তারাও চার বছরের ডিগ্রি কোর্স চালু করার কথা ভাবছে।

আরও পড়ুন: বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে আপিল অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.