ETV Bharat / state

Dharmendra Pradhan on IIT Rajarhat : আইআইটি রাজারহাট শাখার উৎকর্ষতা বাড়াতে কেন্দ্রের বিশেষ উদ্যোগ

author img

By

Published : Apr 17, 2022, 5:11 PM IST

Dharmendra Pradhan on IIT Rajarhat
Dharmendra Pradhan

খড়গপুর আইআইটি রাজারহাট শাখার উৎকর্ষতার মান বাড়াতে কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতরের বিশেষ উদ্যোগ (Central Ministry taking initiative to give better education) ৷ এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যের শিক্ষানীতি নিয়ে বেশ কিছু মৌলিক প্রশ্ন তোলেন। নতুন শিক্ষানীতি বলবৎ করতে রাজ্যকে আবেদন জানান তিনি ৷

কলকাতা, 17 এপ্রিল : খড়গপুর আইআইটি রাজারহাট শাখার উৎকর্ষতার মান বাড়াতে কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতর বিশেষ উদ্যোগ নিয়েছে । আজ এক বণিকসভার অনুষ্ঠানে একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ।

রাজ্য সরকারের সমালোচনা করে ধর্মেন্দ্র প্রধান জানান, কেবলই কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে এ রাজ্য । নতুন শিক্ষানীতি বলবৎ করতে এই রাজ্যকে আবেদন জানান তিনি । কর্মসংস্থানমুখী শিক্ষার ওপর জোর দেন ধর্মেন্দ্র প্রধান । তিনি বলেন, "কর্মসংস্থানমুখী শিক্ষা হলে দেশের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সমৃদ্ধ হবে ।" তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার এই রাজ্যের শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করেছে । শুধু মিড-ডে মিলের উপর জোর দিলেই হবে না । রাজ্যের শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতা বাড়াতে হবে ।

তবে এ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে কোনও কথা বলতে রাজি হননি ধর্মেন্দ্র প্রধান । ফের একবার তিনি জাতীয় শিক্ষানীতির কথা স্মরণ করিয়ে জানান, প্রত্যেক শিশুর রয়েছে শিক্ষার অধিকার । শিক্ষার অধিকার নিয়ে প্রত্যেকেই স্কুলে যাবে । কর্মসংস্থানমুখী বিভিন্ন সংস্থা যাতে আরও বেশি উৎকর্ষতা বাড়াতে পারে তার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ।

এক বণিকসভার অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

এরাজ্যের শিক্ষানীতি নিয়ে বেশ কিছু মৌলিক প্রশ্ন তোলেন তিনি । স্কুলছুট প্রবণতা কমানোর কথা বলেন । তিনি বলেন, "বাংলায় শিক্ষা ব্যবস্থা উচ্চমানের গড়ে তোলা হলে, গোটা ভারতের শিক্ষা ব্যবস্থায় তার একটা সুপ্রভাব পড়বে ।"

আরও পড়ুন: Bidhannagar Suicide: সল্টলেকে নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ব্যক্তির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.