ETV Bharat / state

Calcutta High Court: মুর্শিদাবাদে বোর্ড গঠনে বাধা, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারে বিরোধী দলের বিজয়ী প্রার্থীরা

author img

By

Published : Aug 3, 2023, 1:00 PM IST

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

Opposition candidates move Cal HC: বোর্ড গঠনে বাধা দিচ্ছে শাসক দল ৷ তৃণমূলে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে ৷ এই অভিযোগ জানিয়ে নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদের কংগ্রেস ও সিপিআইএম-এর একাধিক বিজয়ী প্রার্থী ৷

কলকাতা, 3 অগস্ট: মুর্শিদাবাদের নওদায় কংগ্রেস-সহ বিরোধী দলগুলির 13 জন জয়ী সদস্যকে বোর্ড গঠনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল ৷ অভিযোগ, কিছু গুন্ডা ওই বিজয়ী প্রার্থীদের তাঁদের এলাকায় ঢুকতে দিচ্ছে না । এরই মধ্যে 10 অগস্ট সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠন । কিন্তু এলাকায় ঢুকতে না পারার কারণে তাঁরা ওই বোর্ড গঠনে অংশ নিতে পারবেন না । সেই কারণে পুলিশি নিরাপত্তার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলের বিজয়ী প্রার্থীরা ৷ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগামিকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

জেলা কংগ্রেসের অফিসে আশ্রয়: উল্লেখ্য, মুর্শিদাবাদের একাধিক জায়গায় কংগ্রেসের সঙ্গে সিপিআইএম জোট তৈরি করে বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তাঁদের বাড়িছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে । ফলে একাধিক জায়গার বিজয়ী কংগ্রেস সদস্যরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অফিসে আশ্রয় নিয়েছেন । অভিযোগ, তাঁদের শাসক দলের তরফে বারবার তৃণমূলে যোগ দিতে জোর করা হচ্ছে ।

তিনটি গ্রাম পঞ্চায়েতই ত্রিশঙ্কু: শাসক দলের জোরজুলুমের ভয়ে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের 7 জন ও সিপিআইএমের 6জন জয়ী প্রার্থী, ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের 10 জন ও সিপিআইএমের 3 জন জয়ী প্রার্থী ও গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিআইএমের 12 জন জয়ী প্রার্থী ৷ ঘরছাড়া ছয়ঘড়ি পঞ্চায়েতের সিপিআইএমের আরও এক জয়ী প্রার্থী । এ বার তিনটি গ্রাম পঞ্চায়েতই ত্রিশঙ্কু ।

আরও পড়ুন: সুজয়কৃষ্ণের চিকিৎসা কি এসএসকেএমে সম্ভব নয়, জানতে চায় হাইকোর্ট

বিরোধী প্রার্থীদের হুমকি: ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের মোট 30টির মধ্যে কংগ্রেস 7টি, সিপিআইএম 6টি, বিজেপি একটি এবং তৃণমূল 12টি আসন পেয়েছে । ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের মোট 24টি আসনের মধ্যে কংগ্রেস 10টি, সিপিআইএম 4টি, আইএসএফ একটি ও তৃণমূল 5টি আসন পেয়েছে । গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের মোট 22টির মধ্যে কংগ্রেস 10টি, সিপিআইএম 2টি এবং তৃণমূল 10টি আসন পেয়েছে । অভিযোগ, ত্রিশঙ্কু তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করতে জয়ী বিরোধী প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.