ETV Bharat / state

500 বেডের COVID হাসপাতাল ? ভাবাচ্ছে কামারহাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে

author img

By

Published : Jun 8, 2020, 7:42 AM IST

Updated : Jun 8, 2020, 7:47 AM IST

৫০০ বেডের COVID হাসপাতাল চালু করতে আরও ১০০ চিকিৎসক প্রয়োজন
৫০০ বেডের COVID হাসপাতাল চালু করতে আরও ১০০ চিকিৎসক প্রয়োজন

কামারহাটির কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত 500 বেডের COVID হাসপাতাল হিসাবে চালু করতে 100 চিকিৎসকের প্রয়োজন ৷ মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

কলকাতা, 7 জুন: কামারহাটিতে অবস্থিত কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালকে 500 বেডের COVID হাসপাতাল হিসাবে চালুর কথা জানিয়েছে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর । পুরোদমে 500 বেডের COVID হাসপাতাল হিসাবে চালুর জন্য আরও কিছু নার্স, অন্যান্য কর্মীর ও অন্তত আরও 100 জন চিকিৎসকের প্রয়োজন । এছাড়া বেড সংক্রান্ত সমস্যাও রয়েছে ৷ পরিকাঠামোগত সমস্যার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্য দপ্তরকে জানানো হবে ৷

COVID-19 আক্রান্তদের চিকিৎসার জন্য কলকাতা সহ রাজ‍্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালকে COVID হাসপাতাল হিসাবে চালু করা হয়েছে । সব মিলিয়ে এখনও পর্যন্ত এ রাজ‍্যে 69টি COVID হাসপাতাল চালু হয়েছে । এর মধ্যে 16টি সরকারি ও বাকি বেসরকারি হাসপাতাল । এদিকে কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এদেশে COVID-19 সংক্রমণের এখন পিক টাইম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । এই পরিস্থিতিতে রাজ‍্যের আরও কয়েকটি হাসপাতালকে COVID হাসপাতাল হিসাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর । যার মধ‍্যে রয়েছে কামারহাটির কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতাল । গত শুক্রবার এই হাসপাতালকে ৫০০ বেডের COVID হাসপাতাল হিসাবে চালু করার জন্য সার্কুলার পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর ৷

COVID হাসপাতাল হিসাবে চালু হলে কোরোনা আক্রান্ত ছাড়া অন্য কোনও রোগীকে ভরতি নেওয়া হবে না । তাই তার আগে থেকে রোগী ভরতি নেওয়ার প্রক্রিয়াও বন্ধ করতে হবে । এই সব বিষয়গুলি নিয়ে মঙ্গলবার কলেজ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেবে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তবে হাসপাতালের পরিকাঠামোগত খামতি ভাবাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে । এমনিতেই এই হাসপাতালে 500-র মতো বেড রয়েছে ৷ সেখানে COVID-19 রোগীদের জন্য কীভাবে 500 বেড চালু করা সম্ভব? এখন দু'টি বেডের মধ‍্যে 1 থেকে 1.5 ফুটের দূরত্ব রাখা হয় । COVID-19 রোগীদের চিকিৎসার জন‍্য দুটি বেডের মধ‍্যে 3 থেকে 3.5 ফুটের দূরত্ব রাখতে হবে । যে কারণে 500 বেড প্রস্তুতের বিষয়টি ভাবাচ্ছে কর্তৃপক্ষকে । পাশাপাশি যা লোকবল রয়েছে তাতে পুরোদমে 500 বেড চালু সম্ভব নয় । 500 বেডের COVID হাসপাতাল হিসাবে চালু করতে গেলে অন্তত আরও ১০০ জন চিকিৎসকের প্রয়োজন । এছাড়া আরও কিছু নার্স এবং অন্যান্য কর্মীরও প্রয়োজন রয়েছে ।

পরিকাঠামোগত সমস্যা ছাড়াও আরও বিভিন্ন বিষয়ে সংস্কারের প্রয়োজন রয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের । এসি লাগানো, বেড পরিবর্তন, নেগেটিভ প্রেসার রুম তৈরি করা, দরজা লাগানো, পার্টিশন দেওয়ার মতো বিভিন্ন কাজ রয়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় এসব করা হলেও কাজ সম্পূর্ণ করতে অন্তত 6-7 দিন সময়ের প্রয়োজন বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ । সেই হিসেবে আগামী সপ্তাহের মধ্যে সাগর দত্ত হাসপাতাল COVID হাসপাতাল হিসাবে প্রস্তুত হয়ে যাবে । হাসপাতালের সুপার কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) পলাশ দাস বলেন, "আমরা প্রস্তুতি নিচ্ছি । মানুষের পাশে থাকার দায়বদ্ধতাকে মাথায় রেখেই আমরা এগিয়ে চলেছি ।"

Last Updated :Jun 8, 2020, 7:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.