ETV Bharat / state

Roopa Ganguly writes against BJP: ফের দলের বিরুদ্ধে সরব রূপা, নির্দল প্রার্থীর সমর্থনে লিখলেন খোলা চিঠি

author img

By

Published : Dec 16, 2021, 11:55 AM IST

Roopa Ganguly supports independent candidate of KMC Election 2021, protest against BJP continues
ফের দলের বিরুদ্ধে সরব রূপা, নির্দল প্রার্থীর সমর্থনে লিখলেন খোলা চিঠি

ফের দলের বিরুদ্ধে সরব বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly writes against BJP)৷ কলকাতা পৌরভোটের নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের সমর্থনে তিনি লিখলেন খোলা চিঠি (Roopa Ganguly supports independent candidate)৷

কলকাতা, 16 ডিসেম্বর: ফের দলের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly writes against BJP)। কলকাতা পৌরনিগমের (KMC Election 2021) 86 নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের (Roopa Ganguly supports independent candidate) পাশে থাকার বার্তা দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ । লিখলেন খোলা চিঠিও ।

রূপা গঙ্গোপাধ্যায় চিঠিতে লিখেছেন, 'আমার তো আর হোর্ডিং লাগাবার মতো ক্ষমতা নেই - থাকলে তোদের দু-জনের ছবি টাঙিয়ে বলতাম - আমি তিস্তার সঙ্গে আছি, থাকব ৷'

প্রয়াত বিজেপি কাউন্সিলরের বিষয়ে রূপার মন্তব্য এই প্রথম নয় ৷ এর আগেও তিনি বিজেপির ভার্চুয়াল বৈঠক থেকে বেরিয়ে যান এই তিস্তা ও গৌরবের ইস্যুতেই । তা নিয়ে বিস্ফোরক পোস্টও করেছিলেন বিজেপি সাংসদ ।

কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুর (Tista Biswas death) পর তাঁর স্বামী গৌরব এই ওয়ার্ডে বিজেপি টিকিটের দাবিদার ছিলেন । দল টিকিট না-দেওয়ায় এ বার পৌরভোটে এই ওয়ার্ডে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরব ।

Roopa Ganguly supports independent candidate of KMC Election 2021, protest against BJP continues
খোলা চিঠি রূপার

আরও পড়ুন: Roopa Ganguly facebook Post : পৌর নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে মতানৈক্য, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট রূপার

প্রথম থেকেই বিক্ষুব্ধ গৌরবকে সমর্থন করে আসছেন রূপা গঙ্গোপাধ্যায় । এ নিয়ে বিজেপি নেতৃত্ব রূপাকে সতর্ক করেছিল । কিন্তু রূপা গৌরবের পাশ থেকে সরেননি । বরং সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি নেত্রী । সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষদের উপস্থিতিতেই দলের ভার্চুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি । মন্তব্য করেছিলেন, তাঁকে কেন এইসব ‘ভাটের’ বৈঠকে ডাকা হয় ! যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয় রাজ্য বিজেপি নেতৃত্বকে । স্বাভাবিক ভাবেই রূপার এই প্রকাশ্যে বিদ্রোহকে ভাল চোখে দেখেননি রাজ্য বিজেপির নেতারা ।

Roopa Ganguly supports independent candidate of KMC Election 2021, protest against BJP continues
রূপার পোস্ট

এই পরিস্থিতিতেই আরও একবার দলের বিরুদ্ধে গিয়ে বুধবার গৌরবের পাশে থাকার বার্তা দিয়ে চিঠি পাঠালেন রূপা গঙ্গোপাধ্যায় । রূপার এই চিঠি ঘিরে জল্পনা তৈরি হয়েছে । বারবার সতর্ক করার পরও তাঁর এই বিদ্রোহের কারণে প্রশ্ন উঠছে যে, তাহলে কি দলে কোনঠাসা রূপা বিজেপি ছাড়তে চলেছেন ? যদিও এর কোনও স্পষ্ট উত্তর মেলেনি । রূপা গঙ্গোপাধ্যায় এখন দিল্লিতে । এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য তাঁকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।

আরও পড়ুন : Tista Biswas : তিস্তার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.