ETV Bharat / state

CBI Notice to Abhishek: অভিষেককে সিবিআই নোটিশ নিয়ে উত্তর এড়ালেন ফিরহাদ, সরব বিরোধীরা

author img

By

Published : May 19, 2023, 7:48 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে সিবিআই ৷ এই নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন ফিরহাদ হাকিম ৷ তবে তৃণমূল বিরোধী নেতারা সরব হয়েছেন এই ইস্যুতে ৷

CBI Notice to Abhishek
CBI Notice to Abhishek

কলকাতা, 19 মে: আদালতের রায়ের পরে ফের ময়দানে সিবিআই । কুন্তল ঘোষের চিঠি মামলায় সিবিআই নোটিশ পাঠিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে । আগামিকাল কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে । আর এই বিষয় নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর এড়ালেন তৃণমূলের শীর্ষ নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । তবে বিরোধীরা তাঁকেও পৌর নিয়োগ দুর্নীতিতে ডাকার দাবি তুললে সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘ডাকলে যাব ।’’

অন্যদিকে এই নিয়ে সুর চড়িয়েছেন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও বিজেপি নেতা রাহুল সিনহা । সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘তদন্তের জন্য ওকে ডাকা হবে এটা ঠিক ছিল ৷ ও বরং বারবার আদালতে গিয়ে সেটা আটকাবার চেষ্টা করছিল । এতবড় দুর্নীতি হঠাৎ ঘটে যাওয়ার নয় । এই দুর্নীতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই যুক্ত । সেই জন্যই বারবার তদন্ত এড়ানোর চেষ্টা করেছেন ।’’

এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘ব্যাপারটা অনেক দিন ধরে চলছে । কেউ কেউ চাইছিলেন জল ঘোলা করে যদি পালিয়ে বাঁচা যায় । আদালতের নির্দেশে সিবিআই ডেকেছে । তাঁকে আসতেই হবে । হাইকোর্টের নির্দেশ অমান্য করা কোনোভাবেই সম্ভব নয় । আইনের গতিধারাকে রাজনীতি দিয়ে আটকানো সম্ভব নয় । কেউ যদি মনে করে রাজনীতির ধমক দিয়ে বন্ধ করব সেটা সম্ভব নয় । আইন তার নিজের পথে চলবে সেটা এক্ষেত্রে নিবিড় ভাবে প্রমাণিত হল ।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘যাতে সিবিআই ডাককে এড়াতে পারেন, তাই তিনি এই নবজোয়ার যাত্রার ব্যবস্থা করেছেন । কিন্তু শেষ পর্যন্ত এড়াতে পারলেন না । ওদের মিটিং ওরা ভার্চুয়াল করবে কি একচুয়াল করবে, সেটা ওদের ব্যাপার । ওনিয়ে আমাদের কোনও বক্তব্য নেই । ওদের কার্যক্রম নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই । আমাদের বক্তব্য দুর্নীতির মূলচ্ছেদ হোক । দুর্নীতিকারী যাতে কোনোভাবেই ছাড়া না পায়, এটাই আমাদের উদ্দেশ্য ।’’

তাঁর আরও বক্তব্য, তদন্ত চলছে ৷ তাই তদন্তে যদি প্রমাণ হয় কিংবা কোনও তথ্য বের হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরোপুরি যোগসাজস আছে ৷ তাহলে স্বাভাবিকভাবে যেটা হওয়ার সেটা হবে । এর পর রাহুল সিনহা পাল্টা প্রশ্ন তোলেন, ‘‘উনি ভয় না পেলে দিল্লি থেকে কলকাতার আদালতের দরজায় দরজায় ঘুরছে কেন ? যদি ভয় না পেতেন তাহলে তো প্রথমেই সিবিআইয়ের ডাকে উনি সাড়া দিতেন । যেরমভাবে অনুব্রত মণ্ডল পালিয়ে বেরিয়েছেন । যেভাবে পার্থ চট্টোপাধ্যায় পালিয়ে বেরিয়েছেন, সেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায ও পালিয়ে বেরিয়েছেন ।’’

প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় । সুপ্রিম কোর্ট বিচারপতির এজলাস বদলের কথা জানায় । তবে এজলাস বদলের পরে বিচারপতি অমৃতা সিনহাও এই মামলা থেকে অভিষেককে অব্যাহতি দেননি ৷ বরং আদালতের সময় নষ্টের জন্য অভিষেক ও কুন্তলকে জরিমানা করেছেন ৷

এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয় ৷ সেই আবেদনও গ্রাহ্য হয়নি ৷ গ্রীষ্মাবকাশের পর শুনানি হবে বলে জানানো হয় ৷ ফলে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশই বহাল থাকে । এর পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নোটিশ দেয় ৷ শনিবার সকাল 11টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে ।

আরও পড়ুন: সিবিআই তলব, কর্মসূচি মাঝপথে বন্ধ রেখে কলকাতায় ফিরছেন অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.