ETV Bharat / state

CBI summon Abhishek: সিবিআই তলব, কর্মসূচি মাঝপথে বন্ধ রেখে কলকাতায় ফিরছেন অভিষেক

author img

By

Published : May 19, 2023, 4:20 PM IST

Updated : May 19, 2023, 4:47 PM IST

বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচি বন্ধ রেখে শুক্রবারই কলকাতায় ফিরে আসছেন অভিষেক ৷ এদিন সিবিআইয়ের সমন হাতে পাওয়ার পর অভিষেক নিজেই টুইট করে তা জানিয়েছেন ৷ সিবিআইয়ের নোটিশটিও টুইটে দিয়েছেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 19 মে: তদন্তের মুখোমুখি হতে যে তাঁর আপত্তি নেই, তা বৃহস্পতিবারই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই মতো সিবিআইয়ের নোটিশ পাওয়ার পরই নবজোয়ার কর্মসূচিতে বদল আনলেন অভিষেক ৷ আপাতত বাঁকুড়ার কর্মসূচি বন্ধ রেখে শুক্রবারই কলকাতায় ফিরে আছেন অভিষেক ৷ আর কলকাতায় নিজাম প্যালেসে শনিবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ অন্যদিকে, সিবিআইয়ের নোটিশ যে তিনি পেয়েছেন তা এদিন টুইটে জানিয়েছেন অভিষেক ৷

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় তদন্ত থেকে পালানোর চেষ্টা তিনি করছেন না। যে কোনও তদন্তকারী সংস্থা তাঁকে ডাকলে তিনি সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি ৷ প্রয়োজনে জনসংযোগ যাত্রা বন্ধ রেখেও তিনি তদন্তে সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন অভিষেক ৷ সেই বক্তব্যকেই কার্যত মান্যতা এদিন দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আপাতত জনসংযোগ যাত্রা বন্ধ রেখে কলকাতায় ফিরছেন তিনি। শনিবার নিজাম প্যালেসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি ৷ এই মুহূর্তে নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়ায় রয়েছেন তিনি। রাতেই কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এদিন সিবিআইয়ের সমন হাতে পাওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, সিবিআইয়ের নোটিশ তিনি পেয়েছেন ৷ সেই মোতাবেক আগামিকাল শনিবার কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন বলেও জানান তিনি ৷ যদিও এক দিনের আগাম নোটিশ সিবিআই তাঁকে দেয়নি বলেও জানিয়েছেন অভিষেক ৷ সেই আগাম নোটিশ না দেওয়া সত্ত্বেও তিনি সমন মেনেই চলবেন বলে জানান তিনি। পাশাপাশি অভিষেক লিখেছেন, "তদন্তের ক্ষেত্রে তদন্তকারি সংস্থার সঙ্গে আমি সার্বিক সহযোগিতা করব।" একই সঙ্গে তিনি টুইটে জানিয়েছেন, তাঁর গ্রাম জনসংযোগ যাত্রা আপাতত বন্ধ থাকছে। আগামী 22 তারিখ থেকে ফের এই জনসংযোগ যাত্রার পরবর্তী পর্যায়ে শুরু হবে এই বাঁকুড়া থেকেই। তিনি একই সঙ্গে জানান, সিবিআইয়ের এই নোটিশ থেকে তিনি হতাশ নন বরং বাড়তি উৎসাহিত হয়ে মানুষের জন্য সেবা করার জন্য প্রস্তুত।

প্রসঙ্গত, গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁকে যদি কোনও মামলায় কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করে, তিনি অবশ্যই যাবেন। তারই সঙ্গে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারও তাঁর রয়েছে বলেও জানিয়েছিলেন অভিষেক ৷ তাঁর কথায়, "আপনারা দেখছেন ঝড় জল বৃষ্টির মধ্যেও আমাদের জনসংযোগ যাত্রা চলছে। একদিনের জন্যও আমরা এই কর্মসূচিকে থামাইনি। যে লক্ষ্য নিয়ে আমরা বেরিয়েছি তাতে আগামী দিন মানুষের মতামত নিয়ে মানুষের পঞ্চায়েত গঠন করা হবে। সেই লক্ষ্যে অবিচল থেকে আমরা কাজ করছি। কিন্তু তদন্তের কারণে কোন সংস্থা যদি আমাকে সমন পাঠিয়ে ডাকে। প্রয়োজন হলে যাত্রা একদিনের জন্য থামিয়ে তদন্তকারী সংস্থার অফিসে যাব। এবং তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা আমার কর্তব্য।"

আরও পড়ুন: সিবিআই তলবে বাঁকুড়া ছাড়ছেন অভিষেক, পাত্রসায়রের জনসভায় আজ ভার্চুয়াল ভাষণ মমতার

Last Updated : May 19, 2023, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.