ETV Bharat / state

Paddy Collection Corruption: ধান সংগ্রহে দুর্নীতি ঠেকাতে অভিনব পন্থা খাদ্য ও সরবরাহ দফতরের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 7:33 PM IST

Etv Bharat
খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ

ধান সংগ্রহে চুরি-দুর্নীতি আটকাতে অভিনব পন্থা গ্রহণ রাজ্য খাদ্য ও সরবরাহ দফতরের ৷ ধান সংগ্রহের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ ৷

কলকাতা, 7 নভেম্বর: চলতি খরিফ মরসুমে কৃষকদের থেকে ধান কিনতে শুরু করেছে রাজ্য সরকার তথা খাদ্য দফতর। ধান সংগ্রহের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে ও দুর্নীতি আটকাতে কেন্দ্রীয় ক্রয় কেন্দ্রে (CPCs) ধান থেকে চাল তোলা এবং ধান বিক্রির ভিডিয়োগ্রাফির ব্যবস্থা করেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দফতর।

জানা গিয়েছে, সিপিসি থেকে রাইস মিলের পথে যানবাহনের জিপিএস ট্র্যাকিং থাকবে এবং মিলগুলিতে ধান প্রবেশের সময়ও ভিডিয়োগ্রাফির ব্যবস্থা থাকছে বলেও জানা গিয়েছে। রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ বলেন, "আমরা একটি নির্দিষ্ট সিপিসিতে প্রতি 15 দিন কাজ করার পরে একটি সিপিসির দায়িত্বে থাকা একজন আধিকারিককে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। মোবাইল সিপিসিগুলিও কেন্দ্রীয়ভাবে ট্র্যাক করা হবে।"

পাশাপাশি, দুর্নীতি আটকাতে এই বছর প্রথমবার ধান সংগ্রহের জন্য সমস্ত ক্রয় কেন্দ্রে 'ই-পোস' মেশিন ব্যবহার করা হচ্ছে। কারণ, ই-পস মেশিনগুলি নিশ্চিত করবে কারা প্রকৃত কৃষক। তাঁরাই শুধু মাত্র খাদ্য দফতরের কাছে ধান বিক্রি করতে পারবেন। যদিও আগেই অধিকাংশ কৃষকের যাচাই-বাছাই করা হয়েছে। কিন্তু, যাঁদের যাচাইকরণ এখনও হয়ে ওঠেনি তাঁরা ক্রয় কেন্দ্রগুলিতে এই ই-পোস মেশিন ব্যবহার করছেন বলে খাদ্য দফতরের এক আধিকারিক জানান।

সূত্রে খবর, একজন কৃষক, তাঁর মালিকানাধীন জমির পরিমাণের উপর নির্ভর করে সর্বাধিক 90 মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন খাদ্য দফতরকে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ধানের সর্বনিম্ন সমর্থন মূল্য (Minimum Support Price) 2 হাজার 40 টাকা থেকে বাড়িয়ে এবছর 2 হাজার 183 টাকা কুইন্টাল প্রতি করা হয়েছে। যে সমস্ত কৃষকরা তাঁদের ধান সিপিসি (CPC), মোবাইল সিপিসি (CPC) এবং ডিপিস (DPC)-তে বিক্রি করবে তাঁদের জন্য খাদ্য দফতর সর্বনিম্ন সমর্থন মূল্য (MSP)-র উপরে এবং তার উপরে কুইন্টাল প্রতি 20 টাকা অতিরিক্ত দেবে।

আরও পড়ুন: ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো অবিলম্বে বন্ধ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

সুতরাং, এই কেন্দ্রগুলিতে ধান বিক্রি করা কৃষক প্রতি কুইন্টাল 2 হাজার 203 টাকা করে পাবে। এই বছর রাজ্য জুড়ে মোট 2 হাজারটি ক্রয় কেন্দ্র এবং আরও 100টি মোবাইল সিপিসির ব্যবস্থা করা হয়েছে ৷ চলতি বছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 70 লাখ মেট্রিক টন করা হয়েছে। গত বছরে যে লক্ষ্যমাত্রা ছিল 55 লক্ষ মেট্রিক টন। যদিও রাজ্য সরকার 54 লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.