ETV Bharat / bharat

Supreme Court: ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো অবিলম্বে বন্ধ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 2:14 PM IST

Supreme Court on Air Pollution: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণের অবস্থা মারাত্মক ৷ দিল্লি সংলগ্ন অঞ্চলে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোই দূষণের কারণ বলে অভিযোগ উঠছিল ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট অবিলম্বে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো বন্ধ করার নির্দেশ দিয়েছে ৷

Supreme Court
Supreme Court

নয়াদিল্লি, 7 নভেম্বর: ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে ৷ আদালত পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের জন্য এই নির্দেশ দিয়েছে ৷ যখন দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণ মারাত্মক আকার নিয়েছে, ঠিক সেই সময় এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷

এ দিন এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কৃষাণ কৌল ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চে ৷ সেখানে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো ও তার জেরে যে দূষণ হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুই বিচারপতি ৷ তাঁদের কথায়, বছরের পর বছর দিল্লি এটা সহ্য করবে, এটা হতে পারে না ৷ পাশাপাশি পঞ্জাব সরকারের আইনজীবীকে বেঞ্চ বলে, প্রতিবার এই নিয়ে রাজনীতি চলতে পারে না ৷

একই সঙ্গে শীর্ষ আদালত দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে যে পৌর এলাকায় কঠিন বর্জ্য যাতে খোলা জায়গায় পোড়ানো না হয় ৷ দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণ সংক্রান্ত মামলাতেই এই নির্দেশগুলি দিয়েছে আদালত ৷ এই অঞ্চলে গাড়ি থেকে হওয়া দূষণ নিয়েও প্রশ্ন তুলেছে আদালত ৷ আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত জানিয়েছে ৷

গত পাঁচদিন ধরে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণের চেহারা মারাত্মক আকার নিয়েছে ৷ মঙ্গলবার পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল ৷ দিল্লির প্রতিবেশী হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শহরও দূষণের অবস্থা মারাত্মক ৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, গাজিয়াবাদ 338, গুরুগ্রাম 364, নয়ডা 348, গ্রেটার নয়ডা 439 ও ফরিদাবাদ 382 ৷

শ্বাসযন্ত্রের গভীরে প্রবেশ করতে ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে সক্ষম সূক্ষ্ম কণার বাতাসের স্বাভাবিক পরিমাণ (রাজধানীতে সরকার নির্ধারিত) প্রতি ঘনমিটারে 60 মাইক্রোগ্রাম ৷ কিন্তু এখন সেই পরিমাণ স্বাভাবিকের থেকে সাত থেকে আট গুণ বেশি । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এবার এই কণার স্বাভাবিক পরিমাণ প্রতি ঘনমিটারে 15 মাইক্রোগ্রাম ৷ সেই হিসেবে এখন দিল্লিতে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে 30-40 গুন বেশি ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: দিল্লিতে দূষণ একটু কমল, সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.