ETV Bharat / state

Heatwave in Bengal: স্বস্তির পূর্বাভাস ! অক্ষয় তৃতীয়াতে হতে পারে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

author img

By

Published : Apr 18, 2023, 8:45 PM IST

Updated : Apr 18, 2023, 8:51 PM IST

স্বস্তি মিলতে পারে ৷ শনিবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷

Etv Bharat
চলতি সপ্তাহে বৃষ্টির আশার কথা শোনাল হাওয়া অফিস

বৃষ্টির সম্ভাবনা কবে জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 18 এপ্রিল: ইতিমধ্যেই তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েকদিন পরে আজ মঙ্গলবার তাপমাত্রা 38 ডিগ্রির ঘরে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 29.3 ডিগ্রি । যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 87 শতাংশ । পারদ নামার সঙ্গেই বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে । যা নিঃসন্দেহে জনজীবনে স্বস্তি নিয়ে আসবে । আলিপুর আবহাওয়া অফিস থেকে দেওয়া আবহাওয়া পূর্বাভাসের নির্যাস অনেকটা এইরকম ।

★ শনিবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা । উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি আর নীচের দিকের জেলায় তাপপ্রবাহ একই সঙ্গে চলবে।

★ আগামী 48 ঘণ্টায় প্রবল তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে । আগামী 24 ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে চরম তাপপ্রবাহের পূর্বাভাস । তাপপ্রবাহ চলবে দুই 24 পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ।

★ আগামিকাল বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে চরম তাপপ্রবাহের সতর্কতা । বৃহস্পতিবার 20 এপ্রিল প্রায় সব জায়গাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা । শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা থাকবে । বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে।

★ শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা । হালকা বৃষ্টির সম্ভাবনা নদিয়া, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বাকি জেলাতে মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে । বিক্ষিপ্তভাবে আরও দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ।

★ তবে আগামিকাল থেকেই দার্জিলিংয়ে হাওয়া বদল । দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা । অন্যদিকে, মালদা, দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে ।

★ বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস । শুক্রবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ।

আরও পড়ুন: গ্রীষ্মের প্রখর রোদে ত্বকে ট্যান ? জেল্লা বাড়াতে মেনে চলুন এই 10টি উপায়

Last Updated : Apr 18, 2023, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.