ETV Bharat / state

Protest Against Akhil Giri Statement: অখিল গিরির পদত্যাগের দাবিতে অনড় আদিবাসীরা

author img

By

Published : Nov 22, 2022, 10:31 PM IST

Protest Against Akhil Giri Statement
অখিল গিরির পদত্যাগের দাবিতে অনড় আদিবাসীরা

রাষ্ট্রপতিকে নিয়ে আশালীন মন্তব্য করার পরও কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি রাজ্য সরকার ৷ এরকম পরিস্থিতিতে অখিল গিরির পদত্যাগের দাবিতে অনড় বামপন্থী আদিবাসী সংগঠনগুলি (Protest Against Akhil Giri Statement) ।

কলকাতা, 22 নভেম্বর: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) নামে কদর্য ভাষায় আক্রমণ করায় জাতীয় স্তরে মুখ পুড়িয়েছেন তৃণমূল বিধায়ক আখিল গিরি । ক্ষমা চেয়েও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এরকম পরিস্থিতিতে বামপন্থী আদিবাসী সংগঠনগুলি কারা প্রতিমন্ত্রী অখিল গিরির (Akhil Giri) পদত্যাগের দাবিতে অনড় (Protest Against Akhil Giri Statement) । তাঁদের অভিযোগ, রাজ্যের মন্ত্রী যেভাবে রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন তা অগণতান্ত্রিক । পিছিয়ে পড়া আদিবাসী জনজাতির আইনি সম্মান ক্ষুন্ন করেছে । অথচ, অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে রাজ্য সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করল না । বরখাস্ত করে অবিলম্বে গ্রেফতার করা উচিত মন্ত্রীকে ।

প্রাক্তন সাংসদ ও সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা আদিবাসী জনজাতি সংগঠনের নেতা রামচন্দ্র ডোম বলেন, "মন্ত্রী অখিল গিরির গ্রেফতার হওয়া উচিত । তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত । রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি । অথচ, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ কেন্দ্র-রাজ্য উভয় সরকারের প্রতিনিধিরা ব্রাহ্মণ্যবাদের পক্ষে । এই দুই সরকারের নানান পদক্ষেপে তা স্পষ্ট ।"

রামচন্দ্র ডোম আরও বলেন, "স্বাধীনতার 75 বছরেও আদিবাসীরা এখনও নিজেদের ন্যায্য অধিকার, সংরক্ষণ থেকে বঞ্চিত । অথচ, দুই সরকার কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে যে তারা আদিবাসী, পিছিয়ে পড়া জনজাতিদের জন্য বিশাল কিছু করেছে । ওই কোটি কোটি টাকার বিজ্ঞাপনগুলি অন্তঃসার শূন্য ।"

অখিল গিরির পদত্যাগের দাবিতে অনড় আদিবাসীরা

সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা আদিবাসী নেতা পুলিন বিহারী বাস্কে বলেন, "দেশের সংবিধান প্রণেতা পিছিয়ে পড়া সমাজের ছিলেন । কিন্তু, স্বাধীনতার 75 বছরেও এই পিছিয়ে পড়া মানুষের জন্য কেন্দ্র-রাজ্য কোনও সরকারই কিছুই করেনি । বীরভূমে দেউচা পাচামিতে আদিবাসীদের উচ্ছেদ অভিযানে নেমেছে রাজ্য সরকার । যার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি । আজকের রাজ্য সমাবেশে আদিবাসী, পিছিয়ে পড়া জনজাতির আরও 27 দফা দাবির কথা তুলে ধরা হচ্ছে । আদিবাসীদের স্বার্থে আমাদের সংগ্রাম চলবে ।"

আরও পড়ুন: আদিবাসী গ্রাম দত্তক নিল মালদা মেডিক্যাল ! গ্রামবাসীদের লালন করবেন ভাবী ডাক্তার'রাই

এদিন ধর্মতলার রানি রাসমণি অ্যাভিউনিউয়ে তিনটি অদিবাসী সংগঠনের ডাকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসে । আদিবাসীদের বঞ্চনার কথা তুলে ধরা হয় । নাচ, গান, কবিতার মাধ্যমে আদিবাসী, তফসিলি জনজাতির মানুষ নিজেদের দাবি দাওয়ার কথা তুলে ধরেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.