ETV Bharat / state

ips: ভুয়ো আইপিএস রাজর্ষির সঙ্গে এএসআইয়ের যোগের সন্ধান পেল পুলিশ

author img

By

Published : Jul 30, 2021, 10:02 AM IST

Updated : Jul 30, 2021, 11:23 AM IST

দেবাঞ্জনের পর সতর্ক হয়েছে রাজ্যের পুলিশ ৷ মিলছে একাধিক ভুয়ো আইএএস, আইপিএস-র খোঁজ ৷ সম্প্রতি গ্রেফতার হয়েছে নিজেকে আইপিএস দাবি করা রাজর্ষি ভট্টাচার্য ৷ তাকে জেরা করে তার সঙ্গে কলকাতা পুলিশের সরাসরি যোগের হদিশ পেয়েছে পুলিশ ৷

ভুয়ো আইপিএস রাজর্ষি ভট্টাচার্য
ভুয়ো আইপিএস রাজর্ষি ভট্টাচার্য

কলকাতা, 30 জুলাই : ভুয়ো আইপিএস (Fake IPS) কাণ্ডে এবার সরাসরি নাম জড়াল কলকাতা পুলিশের । সম্প্রতি বেলঘরিয়ায় নিজের বাড়ি থেকে গ্রেফতার হয় ভুয়ো আইপিএস (Fake IPS) রাজর্ষি ভট্টাচার্য ৷ তাকে জেরা করে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷

ধৃত রাজর্ষি পুলিশকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাজর্ষি এক ব্যক্তিকে খুনের চক্রান্ত করছিল ৷ সেই কাজে সহযোগিতা পেতে নিজেকে আইপিএস (IPS) হিসেবে পরিচয় দিয়ে পার্ক স্ট্রিট থানার (Park Street Police Station) এক এএসআই-এর (Assistant Sub-Inspector, ASI) সঙ্গে বন্ধুত্ব করে ৷ আর সেখান থেকে একাধিক সাহায্য পেয়েছিল রাজর্ষি । পাশাপাশি গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, পার্ক স্ট্রিট থানার ওই এএসআই-এর (ASI) কাছ থেকে রাজর্ষি তার আগ্নেয়াস্ত্রগুলি পেয়েছিল । ইতিমধ্যে ওই এএসআই-এর (ASI) সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা । জিজ্ঞাসাবাদে ওই এএসআই (ASI) জানায় সে রাইফেল ক্লাবের সদস্য । ফলে তার আগ্নেয়াস্ত্রগুলি লাইসেন্সপ্রাপ্ত । লালবাজার সূত্রের খবর, ওই এএসআই-এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার ।

আরও পড়ুন : newtown porn case : নিউটাউনের পর্নকাণ্ডের সঙ্গে রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কাণ্ডের কী যোগ রয়েছে ?

নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিতে গিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে সম্প্রতি ধরা পড়ে রাজর্ষি ভট্টাচার্য । দেবাঞ্জন কাণ্ডের পর পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে ৷ এই সময়ে রাজর্ষির খোঁজ পায় পুলিশ ৷ সে নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিয়ে একটি বিশেষ সিক্রেট মিশনে যুক্ত থাকার দাবি করে । তার কথাবার্তায় সন্দেহ হয় তদন্তকারীদের । অভিযোগ, তার কাছ থেকে উপযুক্ত কাগজপত্র চাওয়া হলে কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি রাজর্ষি ৷ পরে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ সঙ্গে তার নিরাপত্তারক্ষী ও একজন ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে ৷ তার নিরাপত্তারক্ষীর নাম মোঃ সেকেন্দর ৷

পাশাপাশি, তার কাছ থেকে একটি সাদা রঙের স্করপিও গাড়ি পাওয়া গিয়েছে ৷ অভিযোগ, সে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াত । কোথা থেকে সে ওই গাড়িটি পেল, তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ । দেবাঞ্জনের মতো সেও কারোর কাছ থেকে টাকা হাতিয়েছে কি না, সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

Last Updated : Jul 30, 2021, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.