ETV Bharat / state

গাড়ি সরাতে দেরি, যুবকের মারে মৃত্যু বৃদ্ধের

author img

By

Published : Oct 17, 2019, 10:21 PM IST

বকুলবাগান রোড ও রমেশ মিত্র রোডের সংযোগস্থলে নিজের গাড়ি থেকে নেমে কিছু কাজে ব্যস্ত ছিলেন সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর রমেশ ব্যাহল ৷ সে সময় একটি গাড়ি এসে সমানে হর্ন দিতে থাকে ৷ হর্ন দিতে বারণ করায় ক্ষুব্ধ যুবক গাড়ি থেকে নেমেই ধাক্কা মারতে থাকে বছর আটষট্টির রমেশবাবুকে ৷ সঙ্গে চলে মারধর ৷ যুবকের আচমকা আক্রমণে রাস্তায় পড়ে যান তিনি ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷

ছবিটি প্রতীকী

কলকাতা, 17 অক্টোবর : দুপুর একটা ৷ বকুলবাগান রোড ও রমেশ মিত্র রোডের সংযোগস্থল ৷ নিজের গাড়ি থেকে নেমে কিছু কাজে ব্যস্ত ছিলেন সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর রমেশ ব্যাহল ৷ সে সময় একটি গাড়ি এসে সমানে হর্ন দিতে থাকে ৷ প্রতিবাদ জানান রমেশ ৷

এই প্রতিবাদই যে তাঁকে মৃত্যুর পথে ঠেলে দেবে জানতেন না রমেশবাবু ৷ হর্ন দিতে বারণ করায় ক্ষুব্ধ যুবক গাড়ি থেকে নেমেই ধাক্কা মারতে থাকে বছর আটষট্টির রমেশবাবুকে ৷ সঙ্গে চলে মারধর ৷ যুবকের আচমকা আক্রমণে রাস্তায় পড়ে যান তিনি ৷ ভরদুপুরে রাস্তার মাঝে এরকম ঘটনা দেখে ছুটে আসেন আশপাশের মানুষ ৷ মানুষের ভিড় বাড়তে শুরু করলে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই যুবক ৷ স্থানীয়রা আহত অবস্থায় রমেশবাবুকে SSKM হাসপাতালে ভরতি করেন ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

রমেশবাবুর গাড়ির চালক ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ এই অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ ৷ রমেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ ৷

Intro:কলকাতা, ১৭ অক্টোবর: অধৈর্য যুবকের মার বৃদ্ধকে। ঘটনা জেড়ে বকুল বাগান রোড এলাকায় মৃত্যু হল একটি সিকিউরিটি এজেন্সির ডিরেক্টরের। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। খোঁজ চলছে ওই যুবকের। Body:পুলিশ সূত্রের খবর, ঘটনা ঘটে আজ দুপুর 1 টা নাগাদ। বকুলবাগান রোড এবং রমেশ মিত্র রোডের সংযোগস্থলে গাড়ি থেকে নেমে কিছু কাজ করছিলেন রমেশ বেহেল। বয়স 68। পিছন থেকে অন্য একটি গাড়ি এসে টানা হর্ন দিতে থাকে। ঘটনার মৃদু প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা রমেশ। তখন ওই গাড়ি থেকে নেমে আসে এক যুবক। তিনি ধাক্কা মারেন বৃদ্ধকে। সঙ্গে মারধর। এতে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধ। আশেপাশের মানুষের ভিড় জমাতে শুরু করলে গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই যুবক। তারপর রমেশবাবুকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।Conclusion:ঘটনায় রমেশ বাবুর গাড়িচালক ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। রমেশের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর চিহ্নিত করার কাজ করছে পুলিশ। তদন্তকারীদের আশা অত্যন্ত দ্রুত এই ঘটনার কিনারা করা সম্ভব হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.